adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শারাপোভাকে বিদায় করে ফাইনালে সেরেনা

serena-স্পোর্টস ডেস্ক : আবার সেরেনা উইলিয়ামসের কাছে হারলেন মারিয়া শারাপোভা। রুশ এই তারকাকে উড়িয়ে দিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন মেয়েদের টেনিসের বর্তমানের সেরা খেলোয়াড়।
শারাপোভার বিপক্ষে এ নিয়ে টানা ১৭ বার জিতলেন সেরেনা।
বৃহস্পতিবারের সেমি-ফাইনালে প্রতিযোগিতাটির চতুর্থ বাছাই শারাপোভা প্রথম সেটে ৩৩ বছর বয়সী সেরেনার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেননি। ৬-২ গেমে হেরে যান তিনি।
দ্বিতীয় সেটে শারাপোভাকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি যুক্তরাষ্ট্রের সেরেনা। ৬-৪ গেমে শারাপোভাকে বিদায় করে দিয়ে ফাইনালে ওঠেন উইলিয়ামস বোনদের ছোটজন। শনিবারের ফাইনালে ক্যারিয়ারের ষষ্ঠ উইম্বলডন শিরোপা জয়ের জন্য স্পেনের গারবিনে মুগুরোজার মুখোমুখি হবেন সেরেনা।
দিনের অপর সেমি-ফাইনালে আগ্নিয়েস্কা রাদভান্সকাকে ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন ২১ বছর বয়সী মুগুরোজা।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া