adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ- দ.আফ্রিকা: ৪০ ওভারের ম্যাচ, শুরু হবে ৫-৪০ মিনিটে

mirpur2ক্রীড়া প্রতিবেদক : শেষ অব্দি বৃষ্টির হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বিকাল ৪টা ৪৫ মিনিটে মাঠ পর্যবেক্ষণ শেষে আম্পায়াররা ম্যাচ মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচের ব্যপ্তি কমিয়ে আনা হয়েছে ৪০ ওভারের ইনিংসে। ৫টা ৪০ মিনিটে খেলা শুরু হবে। 
বৃষ্টির কারণে সংশয়ের দোলাচালে দুলছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডের ভাগ্য। শুক্রবার ৩টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও টানা বর্ষণের কারণে নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি। তবে বৃষ্টি থামার পর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠটিকে খেলার উপযোগী করে তুলতে প্রাণপণ লড়াই করছেন মাঠকর্মীরা।
টানা ২ দিনের বৃষ্টিতে আউটফিল্ড-উইকেটের অবস্থা খুবই নাজুক। বৃষ্টির কারণে দুইদিন ধরে ঢাকা রয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট এবং আউটফিল্ডের কিছু অংশ।
শুক্রবার সকালে সূর্য উঁকি দিলে কিছুটা আশা দেখা দিয়ে ছিল। কিন্তু সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভারি বর্ষণে আবারও অনিশ্চিয়তার সৃষ্টি হয়েছে। এখনও বৃষ্টি হচ্ছে তবে মাত্রাটা আগের চেয়ে কম।
দুই দলের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলে দেড়টার দিকে স্টেডিয়ামে এসে পৌঁছেছে। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল মাঠে পৌঁছেছে আরও প্রায় ৪০ মিনিট পরে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই ২ ম্যাচের টোয়েন্টি২০ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া