adv
২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মুরগির ডিমে সাপের বাচ্চা

sankeডেস্ক রিপোর্ট : এই পৃথিবীটা বৈচিত্র্যময়  । বিচিত্র উদাহরন নিয়েই পৃথিবীর বৈচিত্র্যতা । এই  বৈচিত্র্যতার মধ্যেই রয়েছে অলৌকিক ঘটনা । সেরকম  অলৌকিক এক ঘটনা ঘটে  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের কাকিয়া ছড়া চা বাগানে । প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে আলোমনি মাঝি মুরগিকে খাঁচা থেকে অবমুক্ত করতে গেওে খাঁচার ভেতর একটি ডিম দেখতে পায় । ডিমটা হাতে নিতেই তিনি আঁচ করতে পারেন কি যেন তাড়াচাড়া করছে । ঘরের ভেতর অন্ধকারে স্পষ্ট না দেকতে পেলেও আইরের আলোতে ডিমটা দেখে তিনি চিতকার দিতেই পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে জেগে উঠে বাড়ান্দায় এসে জড়ো হয়ে অলোকিক সেই ডিম দেখে চমকে উঠে । খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে অলোকিক সেই ডিমের বাইরের অংশে ঠিক সাপের মত লেজ ও মাথা বেরিয়ে থাকতে দেখা গেছে । নিজ চোখে দেখতে আশপাশ এলাকার উৎসুক জনতার ভীড় ছিল চোখে পড়ার মত । বাসার গৃহকর্তা আলোমণি মাঝির জামাতা চা শ্রমিক সুকলাল মাঝির কাছ থেকে জানা যায়, তার শাশুড়ী আলোমণি মাঝি সকাল ৮ টার দিকে ঘুম থেকে উঠে ডিমটা দেখতে পেয়ে বাড়ির সবাইকে ডিমটা দেখান । বাড়ির সবাই দেখতে পায় ডিমের উপরের অংশে সাপের আকৃতি মাথা ও লেজের অংশটি লড়তে থাকে ।
তবে অনেকের ধারনা যে রাতের আধারে বাড়ির ভিতরে সাপ ঢুকে এই ডিম দিয়ে থাকতে পারে বলে তাদের ধারনা ।  
এ ব্যাপারে পশু চিকিৎসক রাজন কান্তি পাল এর সাথে কথা বলে জানা যায়, এ ঘটনাটা আসলে বিরল । এটা এক ধরনের কৃমি হতে পারে ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া