adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে বোরকা পরে বের হওয়ার আহ্বান রওশন এরশাদের

rowsonনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাতের অন্ধকারে বোরকা পরে রাজধানীবাসীর জীবনযাপন স্বচক্ষে দেখার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
 
বুধবার ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট অধিবেশনের সমপনী বক্তব্য দিতে গিয়ে এমন আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
 
রাজধানী ঢাকার বিভিন্ন নিত্য-নৈমিত্তিক সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনি বোরকা পরে ছদ্মবেশে রাতের অন্ধকারে বের হন। আপনি বের হলে দেখতে পাবেন, তারা (রাজধানীবাসী) কীভাবে জীবন যাপন করে। তাহলে আপনার ধারণা হবে। এতে আপনি সঠিকভাবে জনগণের চিত্র দেখতে পাবেন। দেখতে হবে। স্বচক্ষে দেখা একটা জিনিস, আর কারো কাছে শোনা আরেক জিনিস।’
 
তিনি বলেন, ‘রাজধানীর মাতুয়াইলে গার্বেজ স্তূপে বস্তির শিশুরা বিভিন্ন জিনিস সংগ্রহ করতে গেলে তাদের সারা গায়ে ঘাসহ বিভিন্ন রোগ বাসা বাঁধে, যা আমি টেলিভিশনের খবরে দেখেছি। ঢাকা শহরে বিভিন্ন বস্তিতে মাদক এবং অসামাজিক কর্মকাণ্ড হয়।’ এ ছাড়াও তিনি রাস্তার পাশে ময়লা আবর্জনা, হাসপাতালের পরিত্যক্ত সুচ-সিরিঞ্জ বা ময়লা আবর্জনা, যানজট, ভেজাল খাদ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
রওশন এরশাদ গত সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে যানজটের কারণে যেতে পারেননি বলেও উল্লেখ করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া