adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাখে আল্লাহ মারে কে?

ISLANDআন্তর্জাতিক ডেস্ক : খোদা তালার অপার করুনায় প্রায় এক কিলোমিটার পর্যন্ত সমুদ্রে ভাসার পরে উদ্ধার হল ১০ মাসের শিশু-কন্যা। এঘটনাটি সে কথাই বার বার মনে করিয়ে দিতে লাগলো ‘রাখে আল্লাহ মারে কে’? সৃষ্টিকর্তা যাকে বাঁছিয় রাখবেন তাকে কোন ভাবে কারোর মারার শক্তি নেই। তাই তো দীর্ঘখন সমদ্রের পানিতে ভাসমান থাকার পরও জীবিত উদ্ধার হয়েছেন এই শিশু কন্যা। এই ঘটনাটি ঘটেছে লন্ডনের একটি সমুদ্রে।

বাবা-মা যখন সমুদ্র সৈকতে অবসর সময় কাটাতে মনের অনন্দে ব্যস্ত সময় পার করছেন ঠিক সেসময় ঝড়ো হাওয়ায় তাকে ভাসিয়ে নিয়ে যায় সমুদ্র। কিন্তু সেদিকে বাবা-মার কোন খেয়াল না থাকায় শিশুটি দীর্ঘখন সমুদ্র সৈকতে ভাসতে থাকে। শিশুটি একটি খেলনা সমতল পাটাতনের উপর বসে ছিল আর মনের অনন্দে সেও খেলা করতে ছিলো।
ভাসতে ভাসতে সে গ্রিকের একটি দ্বীপের দিকে এগিয়ে যায়। তখন আশ পাশের মানুষ দেখতে পেয়ে তুর্কি উপকূল রক্ষীবাহিনীর ডাকে এবং সে বাহিনী এসে এই শিশু কন্যাটিকে উদ্ধার করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া