adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পচা গম গুদামে রাখতে দেয়নি আ’লীগের এমপি

kushtia- ডেস্ক রিপোর্ট : ব্রাজিল থেকে আমদানি করা গম পচা নয়, সরকারের পক্ষ থেকে এমন দাবি থাকলেও এবার সেই পচা গম গুদামে রাখতে দেননি কুষ্টিয়া-৪ আসনের (কুমারখালী-খোকসা) আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রউফ। শনিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।
পচা গম বহনকারী ট্রাকের চালক সুন্নত আলী বলেন, ‘খুলনার গুদাম থেকে এ গম পাঠানো হয়েছে। রাতেই আমরা কুমারখালীতে পৌঁছাই।’
কুমারখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা রাতে জানতে পারি নিম্নমানের পচা গম কুমারখালীতে গুদামজাত করা হবে। জানার পর রাতেই সংসদ সদস্য আব্দুর রউফকে বিষয়টি অবহিত করি। আমরা জানাই, এ গম খাওয়ার অনুপোযোগী। এটি গো-খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এ গম গুদামে ঢুকতে দেওয়া যাবে না।’
শনিবার ঘটনাস্থলে আসেন সংসদ সদস্য আব্দুর রউফ। তিনি এ সময় বলেন, ‘একটা গমও আনলোড করতে দেব না। আমি নিজেই দেখতে পাচ্ছি, এটি নিম্নমানের গম। গম গোডাউনে যাবে না।’
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে গম ফেরত পাঠাবেন বলে এমপি জানান।
ওসি এলএসডি শাহাবুল আলম জানান, বিভিন্ন কাজের বিপরীতে খুলনা থেকে এ গম পাঠানো হয়েছে। যা ব্রাজিল থেকে আমদানি করা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া