adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চার কোটিতে শীর্ষে আসিফ- দ্বিতীয় তাহসান

ASIFবিনোদন ডেস্ক : ইউটিউব তার অফিসিয়াল এজেন্টদের নিয়েই এদেশে বিভিন্ন ধারার গান ও শিল্পীদের নাটক-সিনেমাসহ ভিডিও, অডিও কনটেন্ট সারাবিশ্বে ছড়িয়ে দিচ্ছেন। একইসাথে শিল্পীদের সম্মানীও দিচ্ছেন।

এক্ষেত্রে সরাসরি ইউটিউব-এর সাথে এদেশে ব্যবস্থাপনায় রয়েছে কাইনেটিক মিউজিক। তাদের দেয়া তথ্য মতে, গত এক বছরের খসড়া অনুযায়ী আসিফের গানের কনটেন্টে সর্বাধিক হিট হয়েছে এবং তার সর্বমোট অঙ্ক ৪ কোটিরও ওপরে। গানে এরপরের অবস্থানে যিনি আছেন তার থেকে আসিফের ব্যবধান ৩ কোটি।

সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী-অভিনেতা তাহসানের সর্বমোট হিটের সংখ্যা ১ কোটিরও ওপরে। এরপরের অবস্থানে সমসাময়িক কিছু উঠতি শিল্পী থাকলেও তারা নিজ উদ্যোগে ইউটিউবে বিজ্ঞাপন ও ফেসবুক ফ্যানপেজে বিজ্ঞাপন দিয়ে আসিফ-তাহসানের ধারে কাছে আসতে পারেননি। তাই সপ্রতিভভাবে এই দুই গানের তারকার প্রতি দর্শক আগ্রহ সারাবিশ্বের বাঙালিদের ভেতরে সবচেয়ে বেশি এটাই প্রমাণিত।

এ প্রসঙ্গে কাইনেটিক মিউজিকের কর্মকর্তা কণ্ঠশিল্পী-সাউন্ড ইঞ্জিনিয়ার জুয়েল মোর্শেদ বলেন, ‘এই ডাটাবেজটা সবচেয়ে পারফেক্ট। কারণ আমরা শুরু থেকে চলতি মাস পর্যন্ত হিসেব করেই এই তথ্য পেয়েছি। অনেকেই অনেক রকম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি ছড়ালেও গানের ক্ষেত্রে কোটি দর্শকদের ভালোলাগার তালিকায় তারা দু’জনই রয়েছেন।’ 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া