adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসান ইমাম-লায়লার পারিবারিক জীবনের ৫০ বছর

HASANবিনোদন প্রতিবেদক : দাম্পত্য জীবনের ৫০ বছর পূর্ণ করলেন দর্শকপ্রিয় নাট্যদম্পতি সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসান। আজ থেকে ৫০ বছর আগে এই দিনে (৩০ জুন) পারিবারিক আয়োজনে হাসান ইমাম ও লায়লা হাসান ওয়ারীতে লায়লা হাসানের বাবার বাড়িতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই থেকে আজ পর্যন্ত সুখে দুঃখে একে অন্যের পাশে থেকে ছেলেমেয়ে নাতিদের সঙ্গে নিয়ে ৫০ বছর পার করেছেন তারা। 

এ প্রসঙ্গে হাসান ইমাম বলেন, আল্লাহর রহমতে আমরা শারীরিকভাবে দুজনেই বেশ ভাল আছি সুস্থ আছি। এটাই অনেক স্বস্তির। পাশাপাশি এখনও আমরা নিয়মিত কাজ করতে পারছি, সেটাও ভাল লাগার বিষয়। আমার জীবন, সংসার, সন্তানদের আগলে রেখে এক সফল জীবনের পথে এগিয়ে নিতে স্ত্রীর সহযোগিতা ছিল অতুলনীয়। আল্লাহ যেন আমাদের ভাল রাখেন সবার কাছে এই দোয়া চাই। লায়লা হাসান বলেন, আল্লাহর কাছে শুকরিয়া তিনি এমন একজন মহান মানুষের সঙ্গে আমার ভাগ্য নির্ধারণ কওে রেখেছিলেন। দেখতে দেখতে ৫০টি বছর তার সঙ্গে কাটিয়ে দিলাম। তাকে নিয়ে, শ্বশুরবাড়ি নিয়ে আমি সত্যিই সন্তুষ্ট ছিলাম সব সময়। সব মিলিয়ে আমি পরিতৃপ্ত, পরিপূর্ণ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। হাসান ইমাম ও লায়লা হাসান দম্পতির দুই মেয়ে এক ছেলে। মেয়েরা হলেন সংগীতা, রুমঝুম ও ছেলের নাম স্বাক্ষর। দর্শকপ্রিয় এ নাট্যদম্পতি বর্তমানে আবুল হায়াতের নির্দেশনায় ‘আকাশের ওপারে আকাশ’ এবং এহসানুল হক সেলিমের নির্দেশনায় ‘দূরত্ব’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করছেন। টিভিতে তাদের একসঙ্গে অভিনীত সবচেয়ে উল্লেখযোগ্য নাটক হলো মোস্তফা মনোয়ার প্রযোজিত ‘রক্তকরবী’ ও ‘মুখরা রমণী বশীকরণ’। গৌতম ঘোষের নির্দেশনায় ‘মনের মানুষ’ চলচ্চিত্রেও তারা একসঙ্গে অভিনয় করেছিলেন। পরবর্তীকালে অভিনয় করেন সোহেল আরমানের ‘এইতো প্রেম’-এ। হাসান ইমামের জন্মদিন ২৭ জুলাই এবং লায়লা হাসানের ৮ আগস্ট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া