adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শর্ত ছাড়াই রাজ্জাককে ফেরত দিয়েছে মিয়ানমার : বিজিবি মহাপরিচালক

Aziz_Ahmedনিজস্ব প্রতিবেদক : কোনো রকম শর্ত ছাড়াই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে মিয়ানমার ফেরত দিয়েছে বলে জানিয়েছে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
 
তিনি জানান, মিয়ানমারের মংডুতে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে পতাকা বৈঠকের পর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজ্জাককে হস্তান্তর করে। 
এরপর ডাক্তারি পরীক্ষা শেষে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিজিবির কর্মকর্তারা।
 
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিজিবির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে মহাপরিচালক এ তথ্য তুলে ধরেন। 
মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, পতাকা বৈঠকে তিনটি বিষয়ে দুইপক্ষ সম্মত হয়েছে। এক- সীমান্ত ক্রসের ক্ষেত্রে উভয় বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবে। দুই- যদি সীমান্ত পার হওয়া দরকার হয়, তবে আগেই তথ্য আদান-প্রদান করা হবে। তিন- ১৯৮৮ সালের দুই দেশের মধ্যে যে সীমান্ত চুক্তি রয়েছে, তা দুই দেশই মেনে চলবে। 
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৭ জুন ভোরে যখন উভয়পক্ষের মধ্যে গোলাগুলি ও হুড়োহুড়ি হয়, সেই সময় মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনীর এক সদস্য আবদুর রাজ্জাকের নাকে কামড় দেয়। এতে তার রক্তক্ষরণ হয়েছে। মহাপরিচালক আরো বলেন, রাজ্জাকের স্ত্রীর সন্তান প্রসাবের খবরটি একজন সিও’র মাধ্যমে রাজ্জাক মিয়ানমারে আটক থাকা অবস্থায় তাকে দেওয়া হয়। সেই খবর শুনে রাজ্জাক খুশি হন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া