adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

remetance_71648নিজস্ব প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্ট্মেন্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ০২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এই রিজার্ভ দিয়ে সাত মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। একইসঙ্গে এ পরিমাণ রিজার্ভ থাকলে বাংলাদেশি উদ্যোক্তারা বিদেশি বিনিয়োগের সুযোগ পাবেন।
এর আগে গত ২৯ এপ্রিল বিদেশি মুদ্রার রিজার্ভ ২৪ মিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর তা কমে যায়। তবে বৃহস্পতিবার তা ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
কেন্দ্রীয় বাংক জানিয়েছে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে রিজার্ভ এই উলম্ফন ঘটছে। চলতি মাসের ১৯ দিনেই ৯৭ কোটি ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আর চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ১১ মাসে অর্থাত জুলাই-মে সময়ে এক হাজার ৩৮৭ কোটি ৪৭ লাখ ডলার দেশে এসেছে যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ২১ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, চলতি অর্থবছরের শেষে রেমিটেন্স ১৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া