adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আম্পায়ার এনামুলের বিরুদ্ধে আইসিসিতে যাবে ভারত

mony_71697ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের আম্পায়ার এনামুল হকের বিরুদ্ধে ‘খেপেছে’ ভারত। তার বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দায়ের করবে দেশটি। খবর আনন্দবাজারের। 
পত্রিকাটির খবরে বলা হয়, ‘খোঁজ নিয়ে জানা গেল, ওয়ান ডে সিরিজে এই সংশ্লিষ্ট আম্পায়ারের বিরুদ্ধে ভারতীয় অসূয়া বেশ কিছু দিন ধরেই চলছিল। ভারতীয় শিবির অভিযোগ করছে যে, বেশ কয়েকটা অদ্ভুত সিদ্ধান্তের শিকার হয়ে তাদের ভুগতে হয়েছে। কিছু ন্যায্য ডেলিভারিকে নাকি ‘নো’ ডেকে দেওয়া হয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে কোহলির একটা ন্যায্য ক্যাচ ধরার পরেও বাংলাদেশ ব্যাটসম্যানকে আউট দেওয়া হয়নি। কিন্তু তার পরেও চরম রাস্তা ধরার কথা ভাবেনি টিম ম্যানেজমেন্ট। এবার যা ভাবছে।
কারণ বুধবার অম্বাতি রায়ডুর সঙ্গে যা ঘটেছে, তাকে অবিশ্বাস্য বলছে টিম ম্যানেজমেন্ট। ভারতীয় ইনিংসের চুয়াল্লিশতম ওভার চলছে তখন। মাশরফি বল করছেন। আচমকাই মাশরফির বলে অফস্টাম্প থেকে সরে গিয়ে ডে’ভিলিয়ার্সের কায়দায় ফাইন লেগ দিয়ে তাঁকে ফেলে দিতে যান রায়ডু। কিন্তু বল ব্যাটে না লেগে প্যাড ছুঁয়ে কিপারের হাতে চলে যায়। এবং রায়ডু-ধোনিকে বিস্ফারিত করে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন! অথচ ব্যাট আর বলের মধ্যে ততটাই দূরত্ব, যতটা কি না ঢাকা আর মীরপুরে!
যার পর মোটামুটি ক্ষিপ্ত হয়ে পড়েন রায়ডু। আগুনে চোখ নিয়ে দীর্ঘক্ষণ আম্পায়ারের দিকে তাঁকে তাকিয়ে থাকতে দেখা যায়। নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকা ধোনিকেও অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শোনা গেল, ড্রেসিংরুমে ফেরার পরেও রায়ডুকে শান্ত করা যাচ্ছিল না। প্রবল আক্রোশে ব্যাট ঠুকতে থাকেন ড্রেসিংরুমে। কোনওক্রমে তাঁকে শান্ত করেন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। ম্যাচ শেষ পর্যন্ত ভারত জিতে যাওয়ায় রায়ডুকে শান্ত করা সম্ভব হয়েছে বটে, কিন্তু আম্পায়ারিং ঘিরে টিমের ক্রমবর্ধমান অসন্তোষকে শান্ত করা সম্ভব হয়নি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া