adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোপায় শিরোপা জয়ের পথে চিলি

COPAস্পোর্টস ডেস্ক : বেশ কয়েকটি পথ মাড়িয়ে শিরোপা জয়ের পথেই ছুটছে চিলি। বৃহস্পতিবার সকালে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামে চিলির ফুটবলাররা।

শেষ চারের লড়াইয়ে বলিভিয়া ও পেরুর বিজয়ীর সঙ্গে খেলবে চিলি৷ বৃহস্পতিবার শিরোপা জয়ের লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে যায় চিলি। স্যান্টিয়ংাগোর এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে ম্যাচের ৮১ মিনিটে চিলির হয়ে জয়সূচক গোলটি করেন জুভেন্টাসের ডিফেন্ডার মওরিসিও ইসলা৷

৮০ মিনিট পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনও দলই গোল করতে পারেনি৷ উরুগুয়ের দু’জন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন৷ ফলে শেষ পর্যন্ত ন’ জনে লড়াই করে অস্কার তাবারেজের দল৷ ম্যাচের ৬৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্ট্রাইকার এডিনসন কাভানি৷

প্রথমার্ধে ফাউল করে হলুদ কার্ড দেখেছিলেন তিনি৷ আর ৮৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে যেতে ডিফেন্ডার জর্জি ফুসিলেকে৷ উরুগুয়ের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা বিরোধিতা করলেও নিজের সিদ্ধান্তে অবচিল থাকেন রেফারি রিচি৷

কাভানি মাঠের বাইরে যাওয়ার পরই ডিফেন্সিভ ফুটবল খেলতে শুরু করে উরুগুয়ে৷ কারণ টাইব্রেকারে নিষ্পত্তি চাইছিলেন উরুগুয়ে কোচ তাবারেজ৷ কিন্তু শেষ ১০ মিনিট লক্ষ্যে সফল হতে পারেনি তাবারেজের ছেলেরা৷

ইসলা শট সেভ করতে পারেননি উরুগুয়ের গোলকিপার ফার্নান্ডো মুসলেরা৷ ভালদিভিয়ার পাশ গোলে ঠেলে সেলিব্রেশন শুরু করে দেন ইসলা-স্যাঞ্চেসরা৷ সেমিফাইনালে ওঠে প্রথমবার কোপা  জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে চিলি৷ ঘরের মাঠে খেলার সুবিধা রয়েছে স্যাঞ্চেসদের সঙ্গে৷ ফাইনালে ওঠার লড়াইয়ে বলিভিয়া ও পেরু ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে মাঠে নামবে চিলি৷ কলকাতা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া