adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কবিতাঃ ‘আমার কিছু দায় আছে’ – মিথিলা আকন্দ

11655114_390683291131808_2032345536_nআমার কিছু দায় আছে 

    – মিথিলা আকন্দ

আমার কিছু দায় আছে ; বাম হাত আর ডান হাত তার মাঝে

যে নখগুলো তাদের কাছে ,

কিছু দায় আছে ….

সভ্যতায় পুরান শৃঙ্খলার বিপরীত 

সীমালংঘনীয় স্পর্ধিত শেকল

ডান্ডাবেড়ী

পড়ানো জিজ্ঞাসার কাছে।

 কিছু আছে …

বন্দিনীর প্রতিদিনের মৃত্যুতে

যুগে যুগে একিই নিয়মের ভোরে ;

অকারণ নিয়ম গড়ার মাতলামিতে

গভীর অনিচ্ছায় জগৎ অসন্মান হবে

ভেবে দাসত্ব বরণকারী আত্মসন্মানের

 কাছে।

 কিছু দায় আছে।

 আমার জীবন নামক প্রাণ অস্তিত্বের

আমরণ বেচেঁ থাকার দুর্দান্ত নাটকের কাছে ;

জানি সত্য – তবে নিয়মের লঙ্ঘন

ভয়ে চুপিচুপি মৃত্যু কন্ঠনালীতে !

ধরাবাঁধা আদিম ভাবনা বাঁচাতে

ঘরের বাঁধন অটুট রাখতে

শাস্ত্র , আচার -বিচার চাপিয়ে দেওয়া

মনের কাছে।

আমার কিছু দায় আছে ;

কিছু দায় কর্তব্য পালন করতে গিয়ে

তৈরী হয়েছে

তোমাদের সন্মানিত করে নিজের

অবাধ্যতার ক্ষতে যে বকুলের ঘ্রাণ

পাও তার তলে

দায়ে পড়েছি নিজেই – নিজের কাছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া