adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় পরিচয়পত্র হবে ১০ ডিজিটের

smart cardনিজস্ব প্রতিবেদক : নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্রে ১০ ডিজিট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যাতে করে এই নম্বরটি অন্য সংস্থাও ব্যবহার করতে পারে।
মঙ্গলবার নির্বাচন কমিশন সভায় ১০ ডিজিটের এ ইউনিক নম্বর ব্যবহারের সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

এ বিষয়ে ইসি কর্মকর্তারা জানান, এতে করে যেকোনো ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি মাত্র নম্বর ব্যবহার করেই সব নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।

ইসি সচিব মো. সিরাজুল ইসলাম জানান, স্মার্ট কার্ড তৈরির প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব নাগরিকদের স্মার্ট এনআইডি হাতে দেয়ার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, বর্তমানে দেড় কোটিরও বেশি ভোটারের জাতীয় পরিচয়পত্রে ডিজিটের সংখ্যা হচ্ছে ১৭টি। এর আগে ২০০৮ সালে আট কোটির বেশি পরিচয়পত্রে ১৩ ডিজিটের নম্বর দেয়া হয়। আগস্ট থেকেই এ স্মার্ট কার্ড দেয়ার পরিকল্পনা করছে ইসি। এতে করে সব নাগরিকই ১০ ডিজিটের এ স্মার্ট পরিচয়পত্র পাচ্ছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া