adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রফিকুল ইসলাম মিয়া ও আমানসহ ৩৩ নেতাকে গ্রেপ্তারের নির্দেশ

Amanনিজস্ব প্রতিবেদক : নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ ৩৩ নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার এ মামলায় আসামিরা আদালতে হাজির না থাকায় তাদেরকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা। মামলায় চার্জশিটভূক্ত মোট ৩৬ আসামির মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও লিটন ব্যাপারী জেলহাজতে আছেন। এছাড়া আরেক আসামি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এ মামলায় জামিনে থাকলেও রাজধানীর অপর ৯টি মামলায় গত ১৬ জুন ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করলে বিচারকরা তাকে জেলহাজতে পাঠিয়ে দেন।
গত ১৯ মার্চ এ মামলায় বিএপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও আমান উল্লাহ আমানসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মিরপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
ওই চার্জশিটে বিএপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ ৩৩ জনকে পলাতক উল্লেখ করা হয়।
গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত উল্লেখযোগ্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট সামছুর রহমান শিমুল বিশ্বাস, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব।
মামলার অভিযোগে জানা যায়, ২০১৫ সালের ২৫ জানুয়ারি দুপুর পৌনে ২টার দিকে মিরপুর মডেল থানা এলাকার সনি সিনেমা হলের সামনের রাস্তায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে গাড়িতে পেট্রোলবোমা ছুড়ে মারা হয়। এছাড়া আসামিদের বিরুদ্ধে রাস্তায় চলাচলরত যানবাহনে আগুন লাগানোর চেষ্টা করার অভিযোগও আনা হয়। এই ঘটনায় মিরপুর মডেল থানায় ওইদিনই মামলাটি দায়ের করেন সহকারী উপপরিদর্শক (এএসআই) খন্দকার রাজিক আহম্মদ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া