গভীররাতে ধোনির কক্ষে মুস্তাফিজ!
ক্রীড়া প্রতিবেদক : মিরপুর তখন প্রায় নীরব। পাগলাটে দর্শকগুলো ঘরে ফিরেছেন। হয়তো সেহেরী খেতে। রমজান না হলে কেউ রাস্তা ছাড়তেন বলে মনে হয় না। ততক্ষণে খেলোয়াড়রাও মাটিতে নেমে এসেছেন। রাত প্রায় দুইটা। মুস্তাফিজকে নিয়ে ভারত অধিনায়কের রুমে হাজির বাংলার অধিনায়ক মাশরাফি। কিন্তু কেন?
সূত্র জানায়, ম্যাচ শেষে ভারতীয় ড্রেসিংরুমে ধোনির কাছে মুস্তাফিজুরকে নিয়ে গিয়েছিলেন মাশরফি মর্তুজা। আইপিএল দরজা খোলার সম্ভাবনা আছে কি না জানতে। ধোনির কাছে একটা ব্যাটও চেয়েছেন দেশের এই নবীন প্রতিভাকে উতসাহিত করতে।
গতকাল মুস্তাফিজের বোলিংয়েই দিশেহারা ভারত পরাজয় মেনে নেয়। মুস্তাফিজ একাই নিয়েছেন ছয় উইকেট। সেই সঙ্গে নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে জীবনের প্রথম দুই ওয়ানডেতে নিলেন ৫ উইকেট। জিম্বাবুয়ের ভেটরি বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে নিয়েছিলেন দশ উইকেট। সেখানে মুস্তাফিজ নিলেন ১১ উইকেট। দ্বিপক্ষীয় সিরিজে এমন কীর্তি আর কারো নেই!