adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নিজের বিয়ের কাবিননামা নিয়ে যা লিখলেন তসলিমা নাসরিন

TASLIMAডেস্ক রিপোর্ট : অনেক দিন পর নিজের বিয়ে এবং কাবিননামা নিয়ে কথা বললেন বহুল আলোচিত-বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি আজ এক ফেইসবুক স্ট্যাটাসে বলেন,

আজ বিয়ের আইন নিয়ে পড়ে টড়ে দেখলাম, বাংলাদেশের আইনে কোর্ট ম্যারেজের কোনও বিধান নেই, এর নাকি কোনও ভিত্তিও নেই। কোর্ট ম্যারেজ বলতে নাকি হলফনামার মাধ্যমে বিয়ের ঘোষণা দেওয়াকেই শুধু বোঝায়। অর্থাত ম্যারেজ মানে বিয়ে নয়, বিয়ের ঘোষণামাত্র।

KABINবিয়ে করতে হলে পারিবারিক আইন অনুযায়ী বিয়ে করতে হয়। আমি কিন্তু পারিবারিক আইন অনুযায়ী বিয়ে করিনি। মানে ও্ই কাজি ডেকে কাবিননামা টাবিননামা কিছু করিনি। শুধু নোটারি পাবলিক করেছিলাম।

তাও আবার উকিলের সামনে হলফনামায় সই করিনি। তাহলে তো আমার একটি বিয়েও বিয়ে নয়। তবে যে এতকাল লোকেরা বলে বেড়ালো আমি এত এত বিয়ে করেছি,সেটার কী হবে?
অনুগ্রহ করে আমার নামের সঙ্গে স্বামী নামক হাবিজাবি জিনিস জড়িয়ে আমাকে আর কলংকিত করবেন না। যথেষ্ট হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া