adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জার্মানিতে আল-জাজিরার সাংবাদিক আটক

1434865808AhmedMansour_aljazeera-mtnews24আন্তর্জাতিক ডেস্ক : আল-জাজিরা পত্রিকার সিনিয়র সাংবাদিক আহমেদ মনসূরকে আটক করেছে জার্মান পুলিশ। শনিবার জার্মানের তেগেল বিমানবন্দরে মিশরের অনুরোধে তাকে আটক করা হয়। তখন তিনি কাতারের উদ্দেশ্যে বিমানে উঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এদিকে তার মুক্তির জন্য জার্মান কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন আল-জাজিরা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০১১ সালে তাহরীর স্কয়ারে এক আইনজীবী নির্যাতন মামলায় তাকে মিশরের আদালত দোষী সাব্যস্ত করে এবং ১৫ বছরের কারাদন্ড দেয়।
এক বিবৃতিতে আহমেদ মনসূর জানায়, তাকে মিশরের অনুরোধে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জার্মান কর্তৃপক্ষ।
আল-জাজিরা সূত্রে, গতবছর মিশরের আদালত তাকে (আহমেদ মনসূর) দোষী সাব্যস্ত করে এবং দন্ডিত করে। অতপর, ইন্টাপোলের কাছে তাকে আটকের অনুরোধ জানায় কিন্তু ইন্টারপোল তা প্রত্যাখান করে। আল-জাজিরা এটাকে চরিত্র হরন ও যুক্তিহীন বলে ব্যাখ্যা করেন।
মনসূর বলেন, আমি জার্মান কর্তৃপক্ষকে জানিয়েছি, ইন্টারপোল মিশরের অনুরোধ প্রত্যাখান করেছে এবং আমি তাদের মাধ্যমে প্রমান দিয়েছি আমি দোষী নই। এ মামলা মিথ্যা ও মিশরের মনগড়া ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া