adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অতি ধনীদের কে কোথায়

video.yahoofinance.com@c9d5b384-fed4-33c1-9b87-d428ec1e5c55_FULLআন্তর্জাতিক ডেস্কঃ অতি ধনী ব্যক্তির সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷যুক্তরাষ্ট্র, চীনের পাশাপাশি ভারতেও তাদের সংখ্যা ও সম্পদ বাড়ছে। ভারতে ২০১৩ সালে দেশে ২৮৪ জন অতি ধনী ব্যক্তি থাকলেও মাত্র এক বছরের মধ্যে তা বেড়ে ২০১৪ সালে ৯২৮-এ দাঁড়িয়েছে৷ এক রিপোর্টে এই তথ্য দিয়েছে বস্টন কনসাল্টিং গ্রুপ (বিসিজি)৷ অতি ধনী ব্যক্তির সংখ্যার নিরিখে ২০১৩ সালে ভারত বিশ্বে ত্রয়োদশ স্থানে থাকলেও ২০১৪ সালে চতুর্থ স্থানে উঠে এসেছে৷ যে সমস্ত ব্যক্তির মোট আর্থিক সম্পদের পরিমাণ ১০ কোটি মার্কিন ডলার বা ৬৪০ কোটি টাকা তাদেরই অতি ধনী ব্যক্তি হিসাবে চিহ্নিত করেছে বস্টন কনসাল্টিং গ্রুপ৷

ভারত ও চীনসহ প্রশান্ত মহাসাগর সন্নিহিত এশীয় দেশগুলোর মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলেই গোটা বিশ্বের সম্পদের পরিমাণ বেড়েছে, রিপোর্টে জানিয়েছে বিসিজি৷ এছাড়াও, ২০১৪ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ভারতের মোট সম্পদের পরিমাণ রেকর্ড ২১ শতাংশ হারে বাড়বে বলেও জানিয়েছে সংস্থাটি৷ সম্পদের পরিমাণ বাড়ার নিরিখে প্রতিবেশি দেশ চিনকেও ছাপিয়ে যাবে ভারত৷ একই সময়ে চীনের সম্পদের পরিমাণ ১০.৩ শতাংশ হারে বাড়বে বলে জানিয়েছে বিসিজি৷

তাদের 'উইনিং দ্য গ্রোথ গেম' শীর্ষক রিপোর্টে বিসিজি জানিয়েছে, শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী গতির সুযোগ কাজে লাগানোয় ভারত ও চীনে ব্যক্তিগত সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে৷ স্থানীয় সংস্থার শেয়ারে লগ্নিই এর প্রধান কারণ বলেও জানিয়েছে উপদেষ্টা সংস্থাটি৷ উল্লেখ্য, গত এক বছরে চীনের শেয়ার বাজার ৩৮ শতাংশ এবং ভারতের শেয়ার বাজার ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল৷

৫,২০১ জন অতি ধনী ব্যক্তি নিয়ে তালিকার শীষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ তারপরেই যথাক্রমে স্থান চীন (১,০৩৭ জন), ব্রিটেন (১,০১৯ জন), ভারত (৯২৮ জন) এবং জার্মানির (৬৭৯ জন) স্থান৷ অন্যদিকে, সব থেকে বেশি অতি ধনী পরিবারের নিরিখে শীর্ষে রয়েছে হংকং৷ ওই দেশের প্রতি এক লক্ষ পরিবারের ১৫.৩ শতাংশই অতি ধনী বা ৬৪০ কোটি টাকার আর্থিক সম্পদের অধিকারী৷ তারপরেই রয়েছে সিঙ্গাপুর (প্রতি এক লক্ষে ১৪.৩ শতাংশ), অস্ট্রিয়া (১২ শতাংশ), সুইত্জারল্যান্ড (৯ শতাংশ) এবং কাতার (৮.৬ শতাংশ)৷ এই পরিবারগুলো গোটা বিশ্বের ব্যক্তিগত সম্পদের ৬ শতাংশের অধিকারী৷ এই পরিবারগুলোর হাতে মোট ১০ লক্ষ কোটি মার্কিন ডলারের সম্পত্তি রয়েছে৷ বার্ষিক ১২ শতাংশ হারে বৃদ্ধি হলে ২০১৯ সালের মধ্যে এই পরিবারগুলোর সম্মিলিত সম্পদের পরিমাণ ১৮ লক্ষ কোটি মার্কিন ডলার ছোঁবে বলে রিপোর্টে জানিয়েছে বিসিজি৷

বিশ্বের অতি ধনী পরিবারের সংখ্যা আগামী পাঁচ বছরে বার্ষিক ১৯ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে তাদের রিপোর্টে জানিয়েছে উপদেষ্টা সংস্থাটি৷ অন্যদিকে, ২ কোটি থেকে ১০ কোটি মার্কিন ডলারের অধিকারী ব্যক্তিদের মোট সম্পদের পরিমাণ ২০১৪ সালে ৩৪ শতাংশ বেড়ে ৯ লক্ষ কোটি টাকা হয়েছে৷ আগামী পাঁচ বছরে এই সম্পদের পরিমাণ বার্ষিক ৯ শতাংশ হারে বৃদ্ধি পেলে ২০১৯ সালের মধ্যে ১৪ লক্ষ কোটি ডলার ছাড়াবে বলে রিপোর্টে জানিয়েছে বিসিজি৷ তবে, ১০ লক্ষ ডলার থেকে ২ কোটি ডলার সম্পত্তি রয়েছে এমন ধনী ব্যক্তিদের সম্পত্তির পরিমাণ আগামী পাঁচ বছরে তুলনামূলক কম, মাত্র ৭ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে৷

১০ লক্ষ ডলারের বেশি সম্পত্তি রয়েছে বিশ্বে এমন পরিবারের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০১৪ সালে ১.৭ কোটি হয়েছে৷ ২০১৩ সালে এরকম পরিবারের সংখ্যা ১.৫ কোটি ছিল৷ শেয়ার বাজারের দুর্দান্ত ফলই এর প্রধান কারণ বলে রিপোর্টে জানিয়েছে বিসিজি৷ অঞ্চল ভিত্তিক বিশ্লেষণ করলে ২০১৪ সালে আমেরিকায় সব থেকে বেশি পরিমাণ ধনী পরিবার রয়েছে (৭০ লক্ষ)৷ তারপরেই যথাক্রমে চিন (৪০ লক্ষ) ও জাপানের (১০ লক্ষ) স্থান৷

বিসিজির রিপোর্টে ৯৭জন ভারতীয় ধনী ব্যক্তি স্থান পেয়েছেন৷ এর মধ্যে ডাবর গোষ্ঠীর আনন্দ বর্মন, অরবিন্দ ফার্মার পি ভি রামপ্রসাদ রেড্ডি, সন্দেশারা গোষ্ঠীর নীতিন সন্দেশারা, মাদারসন সুমি সিস্টেমসের বিবেক চাঁদ সেহগল এবং বম্বে ডাইং ও ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের নুসলি ওয়াদিয়া রয়েছেন৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া