adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজের তিন ম্যাচই জিততে চান ধোনি

DHONIক্রীড়া প্রতিবেদক : বৃষ্টির কারণে ফতুল্লায় অনুষ্ঠিত একমাত্র টেস্ট ম্যাচটি বাংলাদেশের সঙ্গে ড্র করতে হয়েছে ভারতকে। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হাতছাড়া করতে নারাজ ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যদিও এ সিরিজে স্বাগতিক বাংলাদেশ দল অনেক প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলবে বলে মনে করছেন অতিথি দলের অধিনায়ক। তারপরও ওয়ানডে সিরিজ জয়ের ব্যাপারে দারুণ আত্ববিশ্বাসী ধোনি।
একমাত্র টেস্ট ম্যাচের আগেও ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি জয়ের প্রত্যাশা করেছিলেন। কিন্তু বৃষ্টির কারণে শেষ পর্যন্ত জয় বঞ্চিত হয়েছিল কোহলি বাহিনী। এ কারণেই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিকে ভীষণ গুরুত্বপূর্ণ মনে করছেন মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে দিবা-রাত্রির তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এ সিরিজকে সামনে রেখে বুধবার সকাল থেকে শেরেবাংলায় ঘামঝরানো অনুশীলন করেছে কোহলি-ধাওয়ারা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বেশ কয়েক দিন ধরে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হলেও গত দু’দিন বৃষ্টি-ছাড়া নির্বিঘেœ অনুশীলন করতে পারায় প্রকৃতিতে ধন্যবাদ জানাতেও ভুল করেননি ধোনি।
এ বিষয়ে অতিথি দলের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের আসার পর গত দুটি দিন আমরা বৃষ্টি ছাড়া অনুশীলন করতে পেরেছি। তাই আমরা নিজেদেও অনেক ভাগ্যবান মনে করছি। কারণ এ সময় চলছে বর্ষা মৌসুম। তাই প্রকৃতির ওপর আমাদের কারও কোনো হাত নেই। তবে বৃষ্টিকে নিয়ে অত ভাবছি না। আমাদের সব চিন্তা সিরিজের প্রথম ম্যাচকে ঘিরে। প্রথম ম্যাচটি আমরা ভালোভাবে শুরু করতে চাই।’
টেস্ট ম্যাচে রির্জাভ-ডে না থাকলেও ওয়ানডে সিরিজে রাখা হয়েছে। তাই বৃষ্টিতে প্রথমদিনের খেলা না হলেও রির্জাভ-ডে থাকার কারণে খেলাটি গড়াবে দ্বিতীয় দিনে। এ কারণে কিছুটা স্বতি অনুভব করছেন ধোনি। তবে রির্জাভ-ডে নয় নির্ধারিত দিনেই জিততে চান ভারতীয় দলের ওয়ানডে অধিনায়ক।
এ বিষয়ে ধোনি বলেন, ‘আবহাওয়া নিয়ে আমি অতোটা চিন্তিত নয়। কারণ প্রকৃতির ওপর তো আর কারো হাত নেই। তবে খেলা যদি মাঠে গড়ায় তাহলে নির্দিষ্ট দিনেই জয়ের লক্ষ্যে নিয়ে মাঠে নামব আমরা। সেভাবেই আমরা গেম-প্ল্যান তৈরী করে রাখছি।’
ইনজুরি থেকে ফিরেছেন রবিন্দ্র জাদেজা। বামহাতি এ অলরাউন্ডারকে ভারতীয় ওয়ানডে স্কোয়াডে রেখেছে তাদের নির্বচকরা। প্রথম ওয়ানডেতে জাদেজাকে খেলানো হবে কিনা সে প্রশ্নে ধোনি বলেন, ‘ইনজরি কাটিয়ে এসে সে (জাদেজা) আইপিএলে ভালো করেছে। এছাড়া দলে যারা ৬/৭ নাম্বার ব্যাটিং পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। এ পজিশনে সে (জাদেজা) ভালোই করে থাকে। তবে আমি এখনও উইকেটটা দেখেনি। এটি এখনও কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। কাল (বৃহস্পতিবার) উইকেট দেখার পর একাদশ ঠিক করা হবে।’
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া