adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক আশ্রয়প্রার্থীর মেয়ে হিসেবে আমি গর্বিত: টিউলিপ

clipডেস্ক রিপোর্ট : টিউলিপ সিদ্দিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নাতনি, সদ্য নির্বাচিত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক পার্লামেন্টে প্রথমবারের মত বক্তব্য রেখেছেন।

ঐ বক্তব্যে তিনি বলেন, একজন রাজনৈতিক আশ্রয়প্রার্থীর কন্যা হিসেবে তিনি গর্বিত।

টিউলিপ সিদ্দিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নাতনি এবং শেখ রেহানার মেয়ে। তার খালা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে টিউলিপ সিদ্দিক বলেন, ৪০ বছর আগে তার মা যুক্তরাজ্যে পালিয়ে এসেছিলেন হত্যাকাণ্ড থেকে বাঁচার লক্ষ্যে। তিনি উল্লেখ করেন যে, ঐ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের প্রায় সব সদস্য নিহত হন।

গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে লন্ডন শহরের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। ব্রিটেনের অন্যতম প্রধান রাজনৈতিক দল লেবার পার্টি থেকে তিনি নির্বাচন করেন।

তার দল থেকে গত নির্বাচনে তিনজন বাংলাদেশী বংশোদ্ভুত নারী বিজয়ী হন। এদের মধ্যে রুশনারা আলী আগে একবার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন। আর টিউলিপ সিদ্দিকের মত প্রথমবারের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন রূপা হক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া