adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুইবারের বিশ্বকাপজয়ী জিতুর জীবনাবসান

Palay1434384517স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের হয়ে তিনি ১৯৫৮ সুইডেন বিশ্বকাপ ও ১৯৬২ চিলি বিশ্বকাপ জিতেছিলেন। ছিলেন কিংবদন্তি পেলের সতীর্থ। ব্রাজিলের স্বনামধন্য ক্লাব সান্তোসের হয়ে ১৫ বছর খেলেছেন। জীবনে অনেক সুখ্যাতি অর্জন করেছেন। এবার সবাইকে ফাঁকি দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার জিতো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

সোমবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ও জিতোর ক্লাব সান্তোস এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয় যে রোববার জিতো সাওপাওলোতে অবস্থিত তার বাড়িতে মৃত্যুবরণ করেন। কী কারণে তার মৃত্যু হয়েছে সেটা তারা জানায়নি। তবে জিতো গেল বছর স্ট্রোক করেছিলেন। এরপর থেকে তার শারীরীক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না।

অবসরের পর তিনি সান্তোসের হয়ে কাজ করছিলেন। তিনি রোবিনহো ও নেইমারের মতো তারকাদের তুলে এনেছিলেন। জিতোর মৃত্যুর সংবাদ শুনে নেইমার দ্য সিলভা এক টুইট বার্তায় জানান, ‘এই মানুষটি সম্পর্কে বলার কোনো ভাষা আমার নেই। তিনি আমার জন্য যা করেছেন সে সবকিছুই ছিল প্রশংসনীয়। তার কারণেই আমার ক্যারিয়ার শুরু হয়েছিল। ধন্যবাদ জিতো।’

১৯৬২ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল ৩-১ গোলে চেকোস্লোভাকিয়াকে হারায়। ফাইনালে জিতোও একটি গোল করেছিলেন। তথ্যসূত্র : ফিফা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া