তাল আবায়াদ পুনর্দখল করেছে কুর্দি বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার কুর্দি বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী শহর তাল আবায়াদ আইএস’র কাছ থেকে পুনর্দখল করেছে। যুক্তরাজ্য ভিত্তিক একটি পর্যবেক্ষক দল এ কথা জানিয়েছে। খবর প্রেসটিভির।
সোমবার সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, কুর্দি বাহিনী ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের কাছ থেকে তাল আবায়াদ শহর প্রায় পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে।
সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দেল রহমান বলেন, কিছুসংখ্যক জঙ্গি এখনও শহরটিতে অবস্থান করছে।
শহরটি দখলকালে ৪০ আইএস সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস।