adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুসা বিন শমসেরের সবই ফাঁকা বুলি!

MUSAডেস্ক রিপোর্ট : একেকটি স্যুটের মূল্য নাকি পাঁচ লাখ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত। হাতের ঘড়ি ১০ লাখ থেকে ৫০ লাখ টাকার। পায়ের জুতা মিলিয়ন ডলারের। আর ডায়মন্ডখচিত যে কলমটি দিয়ে ব্যবসায়ী চুক্তি স্বাক্ষর করেন সেটির মূল্য কোটি টাকা। সুইস ব্যাংকে সম্পদ আছে ১২ বিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৯৩ হাজার ৬০০ কোটি টাকা। একই ব্যাংকে গচ্ছিত আছে ৯০ কোটি টাকা মূল্যের ডায়মন্ড, স্বর্ণসহ মূল্যবান সব সম্পদ। এসবই সবাই শুনছেন মুসা বিন শমসেরের মুখে। এসবের কোনো সুনির্দিষ্ট দলিল-প্রমাণ নেই। দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে গুলশানে মুসার স্ত্রীর নামের বাড়ি এবং ফরিদপুরের পৈতৃক বাড়িটি ছাড়া কথিত আর কোনো সম্পদেরও দলিল-প্রমাণ নেই। জানা গেছে, সুইস ব্যাংকের কথিত টাকা জব্দ হওয়ায় তিনি এখন এমন অর্থ সংকটে পড়েছেন যে গুলশানে স্ত্রীর বাড়িটি ডেভেলপারকে দিয়ে সাইনিং মানি হিসেবে পাওয়া ২০ কোটি টাকায় নির্ভর হয়ে চলতে হচ্ছে তাকে। 

অনুসন্ধানে আরো জানা গেছে, গত ১৮ ডিসেম্বর তিনি যে রাজকীয় ঢঙে দুদকে হাজির হন, সেটাও ছিল লোকদেখানো। তার চোখ ধাঁধানো নিরাপত্তা বাহিনীর অধিকাংশই ছিল সাজানো।
এসব কারণে মুসা বিন শমসেরকে নিয়ে সৃষ্টি হয়েছে সন্দেহের ধূম্রজাল। সুইস ব্যাংকে তার ১২ বিলিয়ন ডলার আদৌ আছে কি না তা নিয়ে দুদকের অনুসন্ধান-সংশ্লিষ্ট কর্মকর্তারা সন্দিহান। এমনকি মুসার ডেটকো গ্রুপের কয়েকজন কর্মকর্তাও বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। মুসার হয়ে যে আইনজীবী দুদকের কাছে তথ্য সরবরাহ করেছেন, তিনিও এসব বিষয়ে কিছু বলতে পারেননি।
মুসার ডেটকো গ্রুপের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'আপনাদের মতো আমরাও শুধু শুনে আসছি আমাদের চেয়ারম্যান সাহেবের সুইস ব্যাংকের অ্যাকাউন্টে প্রায় লক্ষ কোটি টাকা জব্দ আছে। সেই টাকার জন্য মামলা চলছে। কিন্তু টাকা আদৌ আছে কি নেই, সেটা একমাত্র মুসা সাহেবই বলতে পারবেন।'

অন্য এক কর্মী বলেন, 'খালি শুনি তিনি দেশের সেরা ধনী, বিদেশের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আছে। কিন্তু কয়েক মাস পর নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে হবে তাঁকে। এমন অবস্থা হলে তিনি আবার দেশের সেরা ধনী হন কিভাবে?'
২০০৭ সালের দিকে ২৫০ মিলিয়ন ডলারের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক কেনার প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন 'ধনকুবের' মুসা বিন শমসের। বিদেশে বড় বড় অনুদান দেওয়ার কথা বলা হলেও এসবের কোনো প্রমাণ দেখাতে পারেননি মুসা। দেশের মাটিতেও কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে বড় ধরনের কোনো অনুদান দেওয়ার নজির নেই তার। দুদক অনুসন্ধান শুরুর পর মুসা নতুন করে আলোচনায় আসেন ২০১৪ সালের ১৮ ডিসেম্বর। ওই দিন তিনি নারীসহ ৩০ জনের নিজস্ব নিরাপত্তাকর্মী নিয়ে দুদক কার্যালয়ে হাজির হন। দুদকে জিজ্ঞাসাবাদের জন্য মুসা যতটা না আলোচিত হয়েছেন তার চেয়ে বেশি আলোচিত হয়েছেন তাঁর রাজকীয় উপস্থিতির জন্য। অনেকেই মনে করছেন, নিজেকে বাংলাদেশে পরিচিত করার জন্যই মুসা নিজের সম্পর্কে এসব প্রচার করছেন। ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী নিয়ে দুদকে হাজির হওয়া প্রসঙ্গে মুসার ডেটকো অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান, দুদক যেদিন মুসা বিন শমসেরকে জিজ্ঞসাবাদ করে, সেদিন ওনার নিরাপত্তাকর্মী সেজে অনেকেই গিয়েছিলেন। প্রকৃতপক্ষে মুসা বিন শমসেরের অফিসে হাতে গোনা কয়েকজন নিরাপত্তাকর্মী আছেন। সেদিন চমক দেখাতেই জনশক্তি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বেশ কয়েকজনকে বাইরে থেকেও নিয়ে যাওয়া হয়েছিল।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গুলশান ২ নম্বরের ৮৪ নম্বর রোডের ১৫ নম্বরের বাড়িটিতে মুসা তার পরিবার নিয়ে বসবাস করছেন। তবে কাগজে-কলমে বাড়িটির মালিক মুসার স্ত্রী কানিজ ফাতেমা চৌধুরী। মুসা দেশের বাইরেই বেশি থাকেন। মাঝেমধ্যে দেশে আসেন। তবে প্রায় দেড় বছর ধরে তিনি দেশের বাইরে খুব একটা যাননি। গুলশানের বাড়িতে তার স্ত্রী ছোট সন্তান আজ্জাত বিন মুসা জুবিকে নিয়ে বসবাস করেন। বাড়িটি ভেঙে বহুতল ভবন নির্মাণের জন্য সম্প্রতি শান্তা প্রোপার্টিজ নামের একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। মুসার স্ত্রী সাইনিং মানি হিসাবে পান ২০ কোটি টাকা। বাংলাদেশে মুসার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় স্ত্রীর নামেই রয়েছে ওই টাকা।

রোববার সকাল ১১টায় ওই বাড়িতে ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মী মো. বকুল ও দুলাল হোসেন বাধা দেন। দুলাল বলেন, অনুমতি ছাড়া বাড়ির ভেতরে ঢোকা যাবে না। মুসা বিন শমসের বাংলাদেশে কত দিন ধরে অবস্থান করছেন জিজ্ঞেস করলে দুলাল বলেন, স্যার দেড় বছর ধরে দেশের বাইরে যাননি, শুধু বনানীর অফিসে নিয়মিত যান। তিনি আর কিছু বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বাড়ির এক কর্মী জানান, এই বাড়িতে স্যার ও তার পরিবার বেশি দিন থাকবে না। বহুতল ভবন নির্মাণের জন্য ডেভেলপার কোম্পানি কাজ শুরু করবে। তখন মুসারা কোন বাড়িতে থাকবেন জানতে চাইলে তিনি বলেন, 'কোন বাড়িতে থাকবেন জানি না। তবে এটা জানি, ঢাকায় স্যারের আর কোনো বাড়ি নেই। তাই আপাতত হয়তো কোনো ভাড়া বাড়িতে উঠবেন।'

ডেটকো গ্রুপের ম্যানেজার মিনহাজুর রহমান চৌধুরী বলেন, 'সুইস ব্যাংকে যে টাকা জব্দ করা হয়েছে, সেটা উদ্ধারে আমাদের আইনি প্রতিষ্ঠানগুলো কাজ করছে। ওই টাকা আটকে যাওয়ার কারণেই স্যার আর্থিকভাবে কিছুটা সমস্যায় পড়েছেন, যার কারণে নিজের বসতবাড়িটিও ডেভেলপার কোম্পানির কাছে দিয়েছেন। সেখান থেকে পাওয়া সাইনিং মানির টাকা বিপদের সময় কাজে আসছে।'

ডেটকো গ্রুপের এক কর্মকর্তা বলেন, 'স্যারের আর্থিক অবস্থা ভালো নেই, অনেক কষ্টে আছেন। সবাই তাকিয়ে আছেন সুইস ব্যাংকের টাকার দিকে। এখন সেই টাকা আদৌ ওই ব্যাংকে আছে কি না তার সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই।'

মুসা বিন শমসেরের সঙ্গে সাক্ষাত করতে চাইলে মোর্শেদ বলেন, 'স্যার কাউকে সাক্ষাতকার দেন না।' অল্প সময়ের জন্য একটু দেখা করব জানালে নিয়ে যাওয়া হয় মুসা বিন শমসেরে কক্ষে। সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে মুসা বিন শমসের বলেন, 'আমি কোনো সাক্ষাতকার দেব না। আমি পত্রিকায় এখনো কোনো সাক্ষাতকার দিইনি।' কিন্তু আমার পেশাগত কারণে আপনার একটি বক্তব্য লাগবে, যদি আপনার সুইস ব্যাংকের টাকার কথা বলেন…। জবাবে মুসা বলেন, 'সুইস ব্যাংকের টাকা অবমুক্ত করতে আমি আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। সেই টাকা অবমুক্ত করা গেলে দেশেই বিনিয়োগ করব।' সেই সম্পদ ছাড়া বাংলাদেশে আর কোনো ব্যবসা আছে কি না জানতে চাইলে মুসা বিন শমসের বলেন, 'জনশক্তির এই ব্যবসাই ছিল আমার প্রথম ব্যবসা। আজকে রেমিট্যান্সের বিলিয়ন বিলিয়ন ডলার রিজার্ভ আছে, দেশ শক্ত পায়ে দাঁড়িয়ে আছে। এই ভিত শুরু করেছিলাম আমি। বিদেশে প্রথম যাদের শ্রমিক হিসেবে পাঠিয়েছিলাম সেসব কর্মী আজ বড় বড় রিক্রুটিং এজেন্সির মালিক। এমনকি ইতালিতে প্রায় ছয় লাখ কর্মীকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে আমার ভূমিকা ছিল অনেক। আমাকে সরকার এবং দুদক সহযোগিতা করলে সুইস ব্যাংকের টাকা দ্রুত ফেরত আনতে পারব। সুইস ব্যাংকের পুরো টাকাই আমি দেশে বিনিয়োগ করতে চাই।'

দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে সুইস ব্যাংকের টাকাসহ সাভার ও গাজীপুরে ১২০০ বিঘা জমির মালিকানার কথা বলা হলেও জমির মৌজা কিংবা দাগ নম্বর, এমনকি জমির দলিল নম্বরসহ প্রয়োজনীয় প্রমাণাদি উল্লেখ করেননি মুসা। দুদকের একজন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, 'মুসার সম্পদ বিবরণীতে সুইস ব্যাংকের অ্যাকাউন্টের নম্বর উল্লেখ নেই। কেন সেই টাকা জব্দ করা হয়েছে আর কোন আদালতে মামলা চলছে তা-ও উল্লেখ করা হয়নি। সুইস ব্যাংকে মুসার ১২ বিলিয়ন ডলার আছে কি না সেটা যাচাই করার চেষ্টা চালানো হচ্ছে। তবে দেশে তার আর্থিক অবস্থা খোঁজ নিয়ে যতটা জানা গেছে, খুব ভালো নেই তিনি, আর্থিক কষ্টে আছেন।' তিনি বলেন, হাওয়ার ওপর বললেই তো কেউ লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাবে না, প্রমাণাদিও দরকার।
গত বছর বিজনেস এশিয়া নামের একটি ম্যাগাজিনে মুসাকে নিয়ে প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানে নামে দুদক।

দুদকের প্রাথমিক অনুসন্ধান শেষে মুসাকে জ্ঞিাসাবাদও করা হয়। অধিকতর অনুসন্ধানের জন্য মুসাকে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ করে দুদক। মুসার পক্ষে দাখিল করা সম্পদ বিবরণীতে সুইস ব্যাংকে রাখা ১২ বিলিয়ন ডলারের উতস সম্পর্কে বলেন, এই অর্থ তিনি অস্ত্র ও ক্রুড অয়েলের ব্যবসা করে অর্জন করেছেন। সুইস ব্যাংকে রাখা ৯০ মিলিয়ন ডলারের স্বর্ণালংকারের উৎস সম্পর্কে বলেন, সেসব অলংকার তিনি বিভিন্ন সময়ে কিনেছেন এবং উপহার হিসেবে পেয়েছেন।

মুসার পক্ষে দুদকে সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন অ্যাডভোকেট নুর হোসেন। সুইস ব্যাংকে মুসার টাকা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, 'দেখুন, মুসা বিন শমসেরের সুইস ব্যাংকে কত টাকা আছে, কোন অ্যাকাউন্টে আছে সেটা আমার জানা নেই। ওনার পক্ষে আমি দুদকে সম্পদ বিবরণী জমা দিয়েছি। কত টাকার সম্পত্তির মালিক মুসা সেটা তিনিই ভালো বলতে পারবেন।'

দুদকের কমিশনার মো. শাহাবুদ্দিন চুপ্পু বলেন, 'একটি ম্যাগাজিনের প্রতিবেদনের সূত্রকে কেন্দ্র করে আমরা অনুসন্ধান শুরু করি। তার সম্পদ বিবরণী চাওয়া হলে তিনি আইনজীবীর মাধ্যমে সেটা দাখিল করেন। সেখানে সুইস ব্যাংকে থাকা ১২ বিলিয়ন ডলারের কথা উল্লেখ করেন। বিষয়গুলো এখন আমরা যাচাই-বাছাই করে দেখছি।'

বনানীর ১ নম্বর রোডের ৫৭ নম্বর ভাড়া বাড়িতেই মুসার জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত ডেটকো প্রাইভেট লিমিটেডের অফিসটিতে মুসা এখন নিয়মিত যাচ্ছেন। এ অফিসের মাধ্যমে কয়েক বছর ধরে কোনো জনশক্তি রপ্তানি হচ্ছে না। এ অফিস ভবনের মালিক অধ্যাপক ইউসুফ আলী।-কালের কন্ঠ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া