adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এখনো সৌদি আরবের জেলে চরমোনাই পীরের ভাই

CHARMOডেস্ক রিপোর্ট : ১৮ দিনেও জামিন মিলাতে পারেননি সৌদি কারাগারে আটক চরমোনাই পীরের ভাই ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফায়জুল করিম। এতে তার ভক্ত ও স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
জানা গেছে, ভাইয়ের জামিনের জন্য ২/১ দিনের মধ্যেই সৌদি যাবেন ইউপি চেয়ারেম্যান সৈয়দ এছাহাক মো. আবুল খায়ের।
প্রসঙ্গত, গত ২৬ শে মে রিয়াদে স্থানীয় সময় রাত ১২টায় এক মাহফিল থেকে তাকেসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
সৈয়দ ইসহাক জানান, পুলিশকে ভুল বুঝিয়ে আহলে হাদিস (লা মুজাহিদ) গ্রুপ তাকে আটক করিয়েছে। শনিবার ফায়জুল করিমের খাদেম মাও. আবুবকর সিদ্দিক জানান, হুজুরের জামিন না হওয়ার পিছনে আন্তর্জাতিক এক ইসলামী চিন্তাবদি ও টিভি ব্যক্তিত্বের হাত রয়েছে। তিনি সৌদিতে জনপ্রিয়। তিনিই সৌদি সরকারকে ভুল তথ্য দিয়ে এমন কাজ করেছেন।
কি ধরনের ভুল তথ্য জানতে চাইলে তিনি জানান বাংলাদেশে চরমোনাই পীর সম্পর্কে নানা মিথ্যে কথা তিনি বলেছেন। তবে এক মুরিদ জানান, সেই ইসলামী চিন্তাবীদ তাদের হুজুর সম্পর্কে নানা আনৈতিক তথ্য দিয়েছে সৌদি সরকারের কাছে। এজন্য তার জামিনে দেরি হচ্ছে।
অন্য একটি সূত্র জানায়, আটক ফায়জুল করিম সরাসরি সৌদি জাননি। ওমান হয়ে সৌদি গিয়েছেন। এজন্য কিছুটা ঝামেলা হচ্ছে। সৌদিতে বিপুল সংখ্যক ভক্ত নিয়ে সভা করাটাও বেআইনী।তাই তাকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া