adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল শিক্ষকের গুলিতে মারা গেল ছাত্র

student-mtআন্তর্জাতিক ডেস্ক : এবার পাকিস্তানের পেশোয়ারের স্কুলশিক্ষকের গুলিতে মারা গেল এক ছাত্র।  তবে ঘটনাটি আচমকা, দুর্ঘটনাবশত ঘটে গেছে, ইচ্ছাকৃত নয় বলেই খবর।
পেশোয়ার থেকে ১৮০ কিমি দূরে মিনগোরা এলাকার বেসরকারি সাঙ্গোতা মডেল স্কুলে স্টাফ রুমে নিজের পিস্তল পরিষ্কার করছিলেন মাজিদ খান নামে ওই শিক্ষক।  আচমকা কোনো কারণে পিস্তল থেকে গুলি ছুটে বেরিয়ে যায়।  
সেসময় ১২ বছরের ছাত্রটি করিডর দিয়ে যাচ্ছিল।। ছিটকে আসা গুলির আঘাতে লুটিয়ে পড়ে ততক্ষণাত।  ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র।  এ কথা জানিয়েছেন স্থানীয় পুলিশকর্তা ফজল রবি।  
ঘটনাটির সত্যতা স্বীকার করে এলাকার পুলিশ প্রধান সালিম খান মারওয়াত জানিয়েছেন, ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।  
পেশোয়ারের সেনা পরিচালিত স্কুলে কয়েক মাস আগের নৃশংস জঙ্গি হামলায় শতাধিক মৃত্যুর পরই উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সব স্কুলের শিক্ষকদের আত্মরক্ষায় অস্ত্র রাখার অনুমতি দেয়া হয়।
তাদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণও দেয়া হয়।  প্রশাসন জানিয়ে দিয়েছিল, এলাকার প্রত্যকটি স্কুলে পুলিশ পাহারার ব্যবস্থা করা সম্ভব নয়।  তবে জঙ্গিদের বিরুদ্ধে আত্মরক্ষায় তাদেরই হাতে অস্ত্র নিয়ে লড়তে হবে, প্রশাসনের এ নির্দেশে আপত্তি তুলেছে শিক্ষক সংগঠন।  

জঙ্গিদের সঙ্গে লড়া তাদের কাজ নয় বলে জানিয়ে দিয়েছেন শিক্ষকরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া