adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মায়ের পর চলে গেলেন মেয়েও

kolabagan-01নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগান লেকসার্কাস রোডের একটি বাসায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় মায়ের মৃত্যুর পর মেয়েও মারা গেলেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মেয়ে রোজিনা বেগম (৪০) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিতসাধীন অবস্থায় মারা যান।
নিহতের স্বামীর নাম ইয়ামিন মাঝি। গ্রামের বাড়ি গোসাইরহাট শরীয়তপুর। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।
গত ৩০ মে কলাবাগান লেকসার্কাস রোডের ওই বাসায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় মমতাজ বেগম (৬০), তার ছেলে মো. সুমন (২৮) ও তার স্ত্রী রেশমা আক্তার (২২), নাতি রাব্বি (১০), মেয়ে রোজিনা বেগম (৪০) এবং তার ছেলে অয়ন (২০)ও মেয়ে বিথী (১৪) দগ্ধ হন। ২৯/১ লেকসার্কাসের টিনশেডের ওই বাসায় গ্যাস লাইনে ছিদ্র থাকায় অগ্নিকাণ্ড ঘটলে মমতাজসহ পরিবারের সাতজন দগ্ধ হন।
দগ্ধ হওয়ার চারদিন পর মা মমতাজ বেগম (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমতাজের ছেলে সুমন পেশায় গাড়িচালক। তিনি জানান, ২৯/১ লেকসার্কাসে একটি টিনশেড বাড়ির দুই রুম ভাড়া নিয়ে তারা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। ঘটনার দিন সকালে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ হলে তাদের টিনের ঘর ও পাশের দেয়াল পুড়ে যায়।
প্রতিবেশী মো. জুলফিকার স্থানীয়দের সহায়তায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বলে জানান ফাঁড়ি পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া