adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী

1434035659hasina-mtnews24নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন চলছিল,  পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিচ্ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। এ সময় প্রধানমন্ত্রী অধিবেশন কক্ষে প্রবেশ করেই হুইপের আসনে বসে যান।
এভাবে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশন কক্ষের আচরণবিধি মেনে  এক অনন্য দৃষ্টান্ত  স্থাপন করেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, অধিবেশন কক্ষে পালনীয় আচরণ বিধির (৪) নম্বর ধারায় বলা আছে, কোনো সদস্যের বক্তৃতা চলাকালে ওই সদস্য ও সভাপতির মধ্যবর্তী স্থান দিয়ে চলাচল করা যাবে না।
এ আচরণবিধি মানতে গিয়ে ট্রেজারি বেঞ্চের তিন নম্বর সারির প্রথম আসনে গিয়ে বসেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। ওই আসনের পাশের আসনটিতে দাঁড়িয়েই বক্তব্য দিচ্ছিলেন দীপু মনি। প্রধানমন্ত্রী যে আসনটিতে বসেন সেটি হুইপ শহীদুজ্জামান সরকারের জন্য বরাদ্দ।
প্রধানমন্ত্রী ওই আসনে বসার পর চিফ হুইপ তার আসন থেকে উঠে গিয়ে এক সারি পরে গিয়ে বসেন। প্রায় ৮ মিনিট শহীদুজ্জামানের আসনেই বসেছিলেন প্রধানমন্ত্রী। এ সময় সামনের সারির আসনে বসা ছিলেন নবম সংসদের হুইপ নূরে আলম চৌধুরী লিটন।
পরে দীপু মনির বক্তব্য শেষ হলে তার সঙ্গে করমর্দন করে নিজ আসন গিয়ে বসেন  সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া