adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কিডনীতে ৪২০টি পাথর- বেঁচে আছেন অদ্ভুত এক মানুষ

1433858168MTnews24.com139আন্তর্জাতিক ডেস্ক : একটি দু’টি নয় তার কিডনীতে পুরো ৪২০টি পাথর ছিল। তবুও তিনি বেঁচে আছেন। সম্প্রতি অপারেশনের মাধ্যমে তার কিডনী থেকে পাথর গুলো অপসারণ করা হয়েছে। ৫৫ বছর বয়সী ‘হে’ নামের ওই ব্যক্তির অপারেশন হয়েছে চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের দংইয়াং হাসপাতালে।
চিকিতসকরা দুই ঘণ্টা ধরে ওই ব্যক্তির অস্ত্রোপচার করেছেন। চিকিৎসকরা বলছেন তেল জাতীয় খাবার বেশি খাওয়ায় ও কম পানি পান করার কারণে তাঁর পেটে এত বেশি পাথর জমে। তিনি দীর্ঘদিন ধরে উচ্চমাত্রার ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতেন। একই সঙ্গে খুব কম পানি পান করেতেন।
গত মাসে হে তলপেটে ব্যথা নিয়ে ওই চিকিৎসকের কাছে যান। সিটি স্ক্যান করে দেখা যায়, তার বামদিকের কিডনি পাথরে ভরা। চিকিৎসক ওয়ে ইয়াবিন বলেন, হে যদি আরও বেশিদিন ওই পাথর নিয়ে থাকতেন, তাহলে তাঁর কিডনি অপসারণ করতে হতো।

download

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া