adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ের শেষ মুহূর্তে মোদি-হাসিনা যা বললেন

1433750008MUDI-H-MTNEWSডেস্ক রিপোর্ট : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে তাঁর দু’দিনের রাষ্ট্রীয় সফর শেষে রবিবার রাতে ঢাকা ত্যাগ করার প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আন্তরিক বিদায় জানিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী ২০১৪ সালে ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহনের পর ৬-৭ জুন বাংলাদেশে তাঁর প্রথম সফরে আসেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রণে এ সফর হয়েছে।
ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ জেট বিমান ‘রাজদূত’ নরেন্দ্র মোদি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে রাত ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বন্দরের ভিভিআইপি টারমাকে ভারতের প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ভারতের প্রধানমন্ত্রী বিমানে ওঠার আগে শেখ হাসিনা তাঁকে একটি ফুলের তোড়া উপহার দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যা, এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মোদিকে বলেন, ‘আবার আসার আমন্ত্রণ রইলো’। এসময় মোদি খুশি হয়ে সময়-সুযোগ হলে আবারও ঢাকা সফরে আসার চেষ্টা করবেন বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন। এছাড়া নরেন্দ্র মোদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে গেছেন। প্রধানমন্ত্রীও তাতে সম্মতি জ্ঞাপন করে সময়-সুযোগমত মোদির দেশ সফরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।   
জেট বিমানে প্রবেশ করার আগে নরেন্দ্র মোদি বিমান বন্দরের ভিভিআইপি টারমাকে উপস্থিত বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে বিমানের সিঁড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানান।
এর আগে, ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবর্গ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে নরেন্দ্র মোদিকে পরিচয় করিয়ে দেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হক ভারতের প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
এছাড়াও, কেবিনেট সচিব এম মোশাররাফ হোসাইন ভূঁইয়া, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব শহীদুল হক, তিন বাহিনীর প্রধানগণ, মহাপুলিশ পরিদর্শক, কূটনৈতিক কোরের প্রধান, ভারতে বাংলাদেশের হাই কমিশনার, বাংলাদেশে ভারতের হাই কমিশনার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং বেসামরিক ও সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া