adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাঁদলেই পুরস্কার!

RAMআন্তর্জাতিক ডেস্ক : তারা রামগর গরুড়ের ছানা নয়।  আদতে মানব সন্তান।  মানব শিশু নিয়ে এক অন্যরকম খেলা।  কিছুটা সময়ের জন্য তাদের ‘হাসতে মানা’।  জাপানের ঐতিহ্যবাহী ‘অ্যানুয়াল ক্রাইং কনটেস্ট’-এর মঞ্চে হাজির হয় প্রায় শ’খানেক জাপানি শিশু।

হাজির ১২০ জন সুমো পালোয়ানও।  শিশুদের পাশাপাশি প্রতিযোগী  সুমোরাও।  একটি গোল বড় রিংয়ের মধ্যে খেলার আয়োজন করা হয়।  দু’জন প্রতিযোগী দু’টি শিশুকে নিয়ে রিংয়ের মধ্যে এসে তাদের কাঁদাবেন।  এটাই খেলা।  এটাই ঐতিহ্য।  এটাই প্রতিযোগিতা।

যে সুমো শিশুকে যত তাড়াতাড়ি এবং যত জোরে কাঁদাতে পারবেন পুরস্কারের বিচারে তিনিই এগিয়ে যাবেন।  শিশুদের কাঁদাবার জন্য কখনো রঙিন, কখনোবা ভয়ঙ্কর মুখোশও ব্যবহার করেন তারা।

জাপানিরা মনে করেন, শিশুর শরীরের জন্য এই কান্না উপকারী।  জাপানের ৪০০ বছরের প্রাচীন এ খেলার আয়োজন হয় দেশজুড়ে।

সম্প্রতি টোকিও'র আসাকুসা জেলায় সেনসোজি মন্দিরে এর আসর বসেছিল। যেখানে পুরস্কার পেতে গেলে ফেলতে হবে চোখের জল।  সূত্র : এএফপি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া