adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভক্তদের রসবোধে ডুবে থাকেন শাহরুখ

saharukবিনোদন ডেস্ক : শারুখ খান শুধু বলিউডের বাদশাহ নন, তিনি রসবোধেরও রাজা। এই বাদশা ইদানীং টুইটারে বেশ সক্রিয়। আমোদ-প্রোমদে মেতে থাকেন ভক্তদের সাথে। ভক্তরাও তাকে শ্রদ্ধা জানায় উদারহস্তে।

তবে কেউ কেউ একটু বাঁকা কথা বলতেও ছাড়েন না এই বাদশাহকে। কেউ আবার করেন বসে উদ্ভট সব প্রশ্ন। যতটুকু সময়ে কুলোয়, টুকটাক উত্তর দিয়ে যান বলিউডের কিং খান। এর মধ্যে কোনওটিকে অনায়াসে চালিয়ে দেওয়া যাবে ওয়ান লাইনার জোকস হিসেবে। শাহরুখের এমনই কিছু রসবোধসম্পন্ন টুইট দেখা যাক এবার-

সাকিনা জানতে চেয়েছেন “তিন খান এক ছবিতে এক সঙ্গে। এই গুজবটাকে ১ থেকে ১০ এর মধ্যে কত দেওয়া যায়”
শাহরুখ: চাঁদটা পনির দিয়ে বানানো এবং শুঁড়ওয়ালা সেই জলদানব (লচনেস মনস্টার) এর মাঝামাঝি একটা সংখ্যা।

বান্টি: সবখানেই ভুয়া মানুষ, আপনার মত কী?
শাহরুখ: এটা জগতে ভারসাম্য আনে। ভালো কিছুকে প্রশংসা করতে আপনার হাতে কমদামি কিছু থাকা দরকার।

জোশি: আমরা কখন শাহরুখের রোস্ট দেখবো?
শাহরুখ: নিজের হাড় না পুড়িয়ে আমাকে রোস্ট বানাতে পারবে না।

ধাওনি: এখন কোনটা জরুরি? দায়িত্ববোধ নাকি রসবোধ?
শাহরুখ: আমার মনে হয় দায়িত্ববোধই বেশি জরুরি। কারণ রসবোধ আপনাকে বিপদে ফেলতে পারে।

ধার্মিক দেব: কাভি হ্যাঁ কাভি না আপনার একটা সেরা ছবি, সিকুয়েল হবে কি?
শাহরুখ: সেরা ছবির ইকুয়েল বা সিকুয়েল কিছুই হয় না।

জাইন: মেয়েদের মন পড়ার মতো কোনও অভিধান আছে?
শাহরুখ: আছে, ওটার নাম ‘শোন’।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া