adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মে মাসে সিরিয়ায় নিহত ৬৬৫৭

news_img (1)আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় সহিংসতায় ২০১৫ সালের মে মাসেই নিহত হয়েছে ৬ হাজার ৬৫৭ জন। সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস এক প্র্রতিবেদনে এ কথা জানিয়েছে। খবর প্রেসটিভির। 

লন্ডন ভিত্তিক এ মানবাধিকার সংস্থাটি জানায় নিহতদের মধ্যে ১ হাজার ২৮৫ জন সাধারণ নাগরিক। যাদের মধ্যে আবার ২৩৬ জন শিশু এবং ১৮৬ নারী রয়েছে। 

পশ্চিমা এ সংস্থাটি জানায়, ২ হাজারেরও বেশি সহিংসতায় ৪ হাজার ৪৫৮ জন নিহত হয়েছে। 

রিপোর্টে আরও বলা হয়, নিহতদের মধ্যে বিদ্রোহী এবং কুর্দি বাহিনীর ৭৯৩ জন, ইসলামিক স্টেট এবং আল-কায়েদা সংশ্লিষ্ট আল-নুসরা ফ্রন্টের ২ হাজার ১০৯ জন। তাছাড়া বিরোধীদল ও সরকারি বাহিনীর সংঘর্ষে ২ হাজার সরকারপন্থি ও ২০০ জন বিরোধী সেনা প্রাণ হারিয়েছে। তাছাড়া আইএস’র হামলায় ১৯৭ জন সাধারণ নাগরিক এবং ১০৪ জঙ্গি নিহত হয়েছে। 

প্রসঙ্গত, সিরিয়ায় ২০১১ সাল থেকে চলমান সহিংসতায় এ পর্যন্ত ২ লক্ষ ২২ হাজার জন নিহত হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া