adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত সীমান্ত বিলে ভারতের রাষ্ট্রপতির অনুমোদন

pranab_mukherjeeআন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্ত বিল অনুমোদন দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সোমবার ১ জুন তিনি এ বিলে অনুমোদন দেন বলে সংসদীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এক খবরে জানায়, ১৯৭৪ সালের ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি সম্পাদনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ‘সংবিধান সংশোধনী বিল-২০১৫ (১০০তম)’ এ সম্মতি দিয়েছেন। 
১৯৭৪ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ও বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে সীমান্ত চুক্তি সম্পাদিত হয়। চুক্তিটি চলতি বছর মে মাসে বাংলাদেশ ও ভারতের সংসদনে অনুমোদন পায়।

এই চুক্তি সম্পদিত হলে, দুই দেশের মধ্যে একশ ৬০টির বেশি ছিটমহল হস্তান্তর হবে। এর মধ্যে ভারতের কাছ থেকে বাংলাদেশ পাবে একশ ১১টি ছিটমহল, যার আয়তন ১৭ হাজার একশ ৬০ একর। আর বাংলাদেশের কাছ থেকে ভারত পাবে ৫১টি ছিটমহল, যার আয়তন সাত হাজার একশ ১০ একর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া