adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটবলের উন্নয়নে ২০ কোটি টাকার অনুদান

football1433175028ক্রীড়া প্রতিবেদক : এক সময় ফুটবলের টাকায় ক্রিকেট চলত। সেই দিন এখন আর নেই। দেশের ফুটবল পিছিয়েছে। এগিয়েছে ক্রিকেট। ক্রিকেটে এখন কাড়ি কাড়ি টাকা। স্পন্সরের অভাব নেই। কিন্তু ফুটবল ধুকছে অর্থাভাবে। স্পন্সর পাওয়া খানিকটা কঠিন। এমন সময় বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এগিয়ে এসেছে। তারা ১৪ কোটি টাকা অনুদান দিবে ফুটবলের উন্নয়নের জন্য। সরকারি ব্যাংক দেবে আরো ৪ কোটি টাকা। এ ছাড়া ২ কোটি টাকা দেবে অর্থ মন্ত্রণালয়। এই মোট ২০ কোটি টাকা বাফুফের মাধ্যমে ফুটবলের উন্নয়নে ব্যবহৃত হবে।
 
এই টাকা জাতীয় ফুটবল দল, যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন, বাংলাদেশ দলের কোচের বেতন, জাতীয় দলের খেলোয়াড়দের বেতন, সিলেটে অবস্থিত বাফুফে ফুটবল একাডেমির খরচ ও বাফুফের তত্ত্বাবধানে ফুটবলের উন্নয়নের কাজে ব্যবহৃত হবে।
 
সোমবার এ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ব্যাব) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, কো-অর্ডিনেটর নুরুল ফজলে বাবুল, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও ব্যাবের ডিরেক্টরগণ।
 
সভা শেষে বাফুফে সভাপতির হাতে ব্যাবের পক্ষ থেকে ২ কোটি টাকা তুলে দেওয়া হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া