adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১১টায় জিয়ার সমাধিতে যাবেন খালেদা

khaledaনিজস্ব প্রতিবেদক : প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিস্থলে যাবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বেলা ১১টায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন খালেদা জিয়া। 

দোয়া মাহফিলেও অংশ নেবেন তিনি। পরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে মাজার প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন। এ ছাড়া জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজারে কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে রাজধানীতে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করবেন তিনি।
জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। একইভাবে সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে শাহাদতবার্ষিকীর কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া বেলা ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ড্যাবের উদ্যোগে বিনামূল্যে চিকিতসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হবে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া