adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণভবণে প্রধানমন্ত্রী – শিক্ষাই পারে জাতিকে উন্নত করতে

Sheikh_hasina_011432960373নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষাই পারে একটি জাতিকে উন্নত করতে। শিক্ষা ছাড়া কোনো জাতি দারিদ্র্যমুক্ত ও উন্নত হতে পারবে না। তাই আমরা শিক্ষাকে সর্বাগ্রে গুরুত্ব দেই।’
শনিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের সংবিধানে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আগে উচ্চশিক্ষা পর্যন্ত কোনো বৃত্তি দেওয়া হতো না। আওয়ামী লীগ সরকারই প্রথম সে ব্যবস্থা চালু করেছে।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি এসএসসি পরীক্ষার সময় পেট্রোলবোমা মেরে, হরতাল-অবরোধ দিয়ে পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিল। তারা মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে চেয়েছিল। যদি তারা পরীক্ষার সময় হরতাল-অবরোধ না দিত, তাহলে পাসের হার আরো বেশি থাকত।’
বিজ্ঞান বিষয়ে পড়াশোনার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যখন পড়াশোনা করেছি তখন দেখতাম মানবিক বিভাগের চেয়ে বিজ্ঞান বিভাগে ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক বেশি। এখন দেখা যাচ্ছে, বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী কমে যাচ্ছে। বিজ্ঞান, গবেষণা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না।’ তাই শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে পড়াশোনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া