adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সৌদিতে ফের আত্মঘাতী হামলা, নিহত ৭

saudi-imam-ali-mosque-assaultআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলে এক শিয়া মসজিদের নিকটস্থলে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে। এক সপ্তাহের মধ্যে সৌদি আরবের শিয়া মসজিদকে কেন্দ্র করে এটি দ্বিতীয় আত্মঘাতী হামলার ঘটনা।
শেষ তথ্যমতে সাতজন নিহত হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন। জানা যায়, সৌদির পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশের এক গ্রাম্য শিয়া মসজিদ, ইমাম আলি মসজিদের নিকটে এ গাড়িবোমা বিস্ফোরিত হয়। ওই মসজিদে গড়ে দেড়শো মানুষ নামায পড়ে থাকে। জানা যায়, নামাযরত অবস্থায় মারা গেছে চারজন।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগধর্মী অন্তর্জালে ছড়িয়ে পড়েছে ছবিগুলো। দেখা যাচ্ছে মসজিদের বারান্দায়, প্রাঙ্গণে পড়ে আছে রক্তাক্ত মানুষ. কাচের টুকরো। স্থানীয়দের দেয়া তথ্য বিশ্লেষেণে সৌদি প্রশাসন আশঙ্কা করেছে এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে। জানা যায়, সৌদি আরবে শিয়াদের বসবাস মূলত পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর কাতিফ, আল আহসা প্রভৃতি অঞ্চলকে ঘিরে। আর এই অঞ্চলগুলোই দীর্ঘদিন যাবৎ সরকারবিরোধী অংশ হিসেবে চিহ্নিত। এ হামলার সঙ্গে কারও সংশ্লিষ্টতার কথা এখনও জানা যায়নি।
জানা যায়, শিয়া গোষ্ঠী সৌদি আরবের মোট জনগোষ্ঠীর ১০-১৫ শতাংশ। এ অংশটি নিজেদের সুবিধাবঞ্চিত বলে দাবি করে।
সৌদি প্রশাসর বরাবরই এমন দাবি অস্বীকার করে এসেছে।
সূত্র: আল জাজিরা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া