adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওবায়েদুল কাদের বললেন – মন্ত্রী সচিব সত হলে দুর্নীতি ৫০ ভাগ কমে যাবে

BIAM_thereport24নিজস্ব প্রতিবেদক : সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যে কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব দুর্নীতিমুক্ত হলে দুর্নীতি ৫০ ভাগ কমে যাবে।’
রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে শুক্রবার সড়ক, পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের সরকারি কর্মসম্পাদন পদ্ধতি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিয়াম ফাউন্ডেশন এ অনুষ্ঠান আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘আগের ঈদের সঙ্কট এই ঈদে দেখতে চাই না। প্রতিবার ঈদ এলে কাজের প্রস্তুতি নেওয়া হবে- এটা ঠিক নয়। ঈদের জন্য আর ছুটি বাতিল করতে চাই না। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সব সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে।’
তিনি বলেন, ‘মহাসড়কগুলোতে এখন আর তেমন সমস্যা নেই। এখন আর বর্ষা ও ঈদে মহাসড়কে কোনো সমস্যা হবে না। এখন জেলা শহরের সড়কগুলোর দিকে নজর দেওয়া হবে। জেলার রাস্তাগুলো নাজুক অবস্থায় রয়েছে। এই চেহারা ধীরে ধীরে বদলানো হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘এই মন্ত্রণালয়ে অনেক সমস্যা ছিল। চেইন অব কমান্ড ছিল না। দুর্নীতি অনিয়ম এখানে স্থায়ীভাবে বাসা বেঁধেছিল। কিন্তু এখন এই মন্ত্রণালয়ে প্রমোশনের জন্য টাকা দিতে হয় না। বদলি ও ভাল পোস্টিং এর জন্যও নয়। এই মন্ত্রণালয় এখন শতভাগ দুর্নীতিমুক্ত হয়েছে এমন দাবিও করা যাবে না। তবে আগের চেয়ে ভাল হয়েছে। স্বচ্ছতার মাপকাঠিতে এটা বলা যায়।’
বিআরটিসি ও বিআরটির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিআরটিসিতে দুর্নীতি বাসা বেঁধে আছে। এখানে বাস আছে কিন্তু ফ্যান নেই। দিনের পর দিন বাসগুলো পরিষ্কার করা হয় না। বাসের মধ্যে বাতি জ্বলে না। মহিলারা গাড়িতে নিরাপদ নয়। লিজ দেওয়ার নামে মানুষকে অহেতুক হয়রান করা হচ্ছে। এসব দুর্নীতি ও অনিয়মের লাগাম টেনে ধরতে হলে ডিপো ম্যানেজারদের নিয়ন্ত্রণ করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘বিআরটিএ তে আগের চেয়ে দুর্নীতি অনিয়ম কিছুটা কমলেও এখনো দালালরা অফিসারের চেয়ারে বসে টাকা ভাগাভাগি করে। পরিদর্শনে গেলে বিআরটিএ অফিস থেকে অনেককে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। এভাবে কোনো ভাল মানুষ দৌড়ে পালাতে পারে না।’
তিনি বলেন, ‘এই সরকারের সোনালী অর্জনের সঙ্গে ঢাকা সিটির চেহারার কোনো মিল নেই। সর্বত্র নোংড়া আবর্জনা ও দুর্গন্ধে ভরা। যত্রতত্র বিল বোর্ড ও পোস্টার ঝুলছে।’
ইকোনমিস্টের জরিপের বরাতে মন্ত্রী বলেন, ‘পৃথিবীর ১৪০টি সিটির মধ্যে ঢাকা মহানগর সবচেয়ে নিকৃষ্টতম। ওই তালিকায় ১৩৯তম এই মহানগরের অবস্থান। আইভেরিকোস্টের পরে ঢাকার অবস্থান। আগে হারারে ওই অবস্থানে ছিল। এখন কিছুটা এগিয়েছে।’
বিয়াম ফাউন্ডেশনের বিশাল মিলনায়তনে প্রশিক্ষণের এ অনুষ্ঠান আয়োজনের সমালোচনা করে তিনি বলেন, ‘কক্ষের ভিতরে অর্ধেকের বেশি চেয়ার খালি রেখে এ ধরনের অনুষ্ঠান করা ঠিক নয়। উপস্থিতির দিকে খেয়াল রেখে অনুষ্ঠানের জন্য মানানসই স্থান নির্ধারণ করা যেতে পারত।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক, পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ম. নজরুল ইসলাম।
সভাপতিত্ব করেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন যুগ্ম সচিব ও বিয়াম ফাউন্ডেশনের পরিচালক ড. কাজী আনোয়ারুল হক। উপস্থাপনা করেন সিনিয়র সহকারী সচিব ও কোর্সের সহকারী পরিচালক নার্গিস আকতার ডলি।
দুই দিনের এই প্রশিক্ষণ কোর্সে সড়ক, পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া