adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরাকে গণকবর থেকে ৪৭০ মরদেহ উদ্ধার

news_img (2)আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের তিকরিত শহরে কয়েকটি গণকবর থেকে ৪৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কিছুদিন আগে এ শহরটি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দখলে ছিল। খবর প্রেসটিভির।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী আদিলা হামৌদ বৃহস্পতিবার রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে বলেন, তিকরিতের গণকবর থেকে আমরা ৪৭০টি মরদেহ উদ্ধার করেছি।

হামৌদ বলেন, গত বছরের জুনে ইরাক ও সিরিয়ার আইএস যোদ্ধারা তিকরিত দখলে নেয়। সে সময় তারা সেখানে কয়েকশ’ লোক হত্যা করে। তিকরিতের উত্তরে এ লোকদের হত্যা করা হয়। যেখানে আইএস’র ক্যাম্প ছিল।

২০১২ সালের জুন থেকে আইএস ইরাক ও সিরিয়ায় ১ হাজার ৭০০ সেনাকে হত্যা করেছে। যাদের অধিকাংশই শিয়া মুসলিম। 

২০১৫ সালের ৩১ মার্চ নতুন সরকার ক্ষমতায় আসার পর শিয়া ও সুন্নি সম্প্রদায়ের কাছ থেকে তিকরিত পুনর্দখল করা হয়।

দেশটির কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়, চলতি সপ্তাহে পাওয়া সবচেয়ে বড় গণকবরটিতে ৪০০ মরদেহ পাওয়া গেছে। 

বাগদাদের মর্গ বিষয়ক চিকিৎসকদের প্রধান জিয়াদ আলি আব্বাস বলেন, ৪টি গণকবরে ওই মরদেহগুলো পাওয়া গেছে।

আন্তর্জাতিক রেড ক্রস সংস্থা এবং অন্যান্য বিদেশি সংস্থা মরদেহগুলো শনাক্ত করার জন্য ইরাকি কর্মকর্তাদের সহযোগিতা করছে। আগামী সপ্তাহে মরদেহগুলোর ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইরাকি কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত বছর আইএস’র হত্যাযজ্ঞের পর অনেকেরই সন্তান, বাবা এবং ভাই নিখোঁজ রয়েছে। তাই এই মরদেহগুলোর মধ্যে তাদের স্বজনেরা আছে কিনা তা জানতে মুখিয়ে আছে ভুক্তভোগীদের পরিবার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া