adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সংখ্যাটা কি শত শত, হাজার হাজার না লাখ লাখ?’

1432665319001গোলাম মোর্তোজা : সংখ্যাটা কি শত শত, হাজার হাজার না লাখ লাখ? জানিনা। শত শত গণকবরে শত শত না হাজার হাজার লাশ, জানিনা। জানি, বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি যারা পরিচালনা করেছেন, করছেন -তার নাগরিকদের কোনো খোঁজ নেয়নি। নাগরিকদের জানায়ও নি কিছু। হয় তারাও জানত না, জানার চেষ্টাও করেনি অথবা জেনেও তথ্য লুকিয়েছে, গোপণ করেছে। ঘটনা যাই হোক রাষ্ট্র পরিচালনাকারীরা তার নাগরিকদের সঙ্গে প্রতারণা করেছে, অপরাধ করেছে।

সাগরে ভেসে যাওয়া, গণকবরে স্থান পাওয়া, জঙ্গল -সাগর থেকে প্রায় মৃত -নিঃস্ব হয়ে ফিরে আসা, রাষ্ট্রের মালিকদের (সংবিধান অনুযায়ী) সঙ্গে প্রতারণা করেছে কে? কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী না পুরো রাষ্ট্র ব্যবস্থা? যেহেতু প্রতারক অপরাধী ব্যক্তি -গোষ্ঠীর পৃষ্টপোষক রাষ্ট্র, তাই পুরো দায় রাষ্ট্র পরিচালনাকারীদের।

downloadপ্রতারণার শিকার রাষ্ট্রের মালিকদের মানসিকভাবে অসুস্থ, একথা রাষ্ট্র পরিচালনাকারীরা বলতে পারেন না। প্রতারকদের পৃষ্টপোষকতা দিয়ে, প্রতারিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দেয়ার অধিকার সংবিধান কাউকে দেয় নি। রাষ্ট্রের মালিকরা একদিন নিশ্চয়ই তার হিসেব বুঝে না।-ফেসবুক থেকে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া