adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার বিশাল সামরিক মহড়া

Biman1432612701আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনী চার দিনের বিশাল মহড়া শুরু করেছে। ২৫০টি যুদ্ধবিমান এবং ১২ হাজার সামরিক সদস্য এই মহড়ায় অন্তর্ভুক্ত হয়েছে। বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
যুদ্ধের প্রস্তুতি যাচাই করার জন্য ‘ম্যাসিভ সারপ্রাইজ ইন্সপেকশন’ শীর্ষক এই মহড়া শুরু করেছে রাশিয়া।
রাশিয়ার মহড়া শুরুর দিনই বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট নর্থ অটলান্টিক ট্রিটি অরগানাইজেশন (ন্যাটো) ও এর কিছু অংশীদার আর্কটিক প্রশিক্ষণ মহড়া শুরু করেছে।
ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপ এবং কয়েকটি পশ্চিমা দেশের আকাশ সীমায় রাশিয়ার যুদ্ধবিমানের অনুপ্রবেশ পশ্চিমাদের উদ্বেগে ফেলে দিয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ও তাসের তথ্য অনুযায়ী, বিমান বাহিনী এবং উড্ডয়ন দলের সমন্বয়ে সেনাবাহিনী এই মহড়া করছে। ৭ হাজার যুদ্ধাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম অন্তর্ভুক্ত হয়েছে এতে।
 রাশিয়ার দূরপাল্লায় যুদ্ধবিমান ক্রুজ মিসাইল দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্ততে হামলা চালানোর মহড়া চালাচ্ছে।
আর কয়েক মাস পরে রাশিয়া করবে বিশাল সামরিক মহড়া ‘সেন্ট্রার ২০১৫’। সেই মহড়ার প্রস্তুতি হিসেবে চার দিনব্যাপী এই মহড়ার আয়োজন করেছে দেশটি।
এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০ বছর পূর্তি উদযাপনে বিশাল সামরিক প্যারেড প্রদর্শনীর আয়োজন করে রাশিয়া। সে দিনও যুদ্ধবিমানের অল্প বিস্তর মহড়া হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া