adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন যেসব বলিউড সেলিব্রিটি

photo1432617954বিনোদন ডেস্ক : বলিউডে অনেক তারকাদের দাম্পত্যজীবন ঠিক যেন তাসের ঘর। ফলে তৃতীয়বারও বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে তাদেরকে। জেনে নিন বলিউডের এমন কয়েকজন সেলিব্রিটিদের, যারা একবার দুইবার নয়, বিয়ে করেছেন তিন তিন বার।
 
সঞ্জয় দত্ত: সঞ্জয় দত্তের সঙ্গে তার প্রথম স্ত্রী রিচা শর্মার সংসারটা ভেঙে যায় ভাগ্যের নির্মম পরিহাসে। ১৯৮৭ সালে রিচাকে বিয়ে করেছিলেন সঞ্জয়। মস্তিষ্কের রোগে আক্রান্ত হয়ে ১৯৯৬ সালে মারা যান রিচা। এরপর ১৯৯৮ সালে মডেল হ্রিয়া পিল্লাইকে বিয়ে করেন বলিউডের এই জনপ্রিয় নায়ক। তবে ২০০৫ সালে ছাড়াছাড়ি হয়ে যায় তাদের মধ্যে। ২০০৫ সালে সঞ্জয় দত্ত তৃতীয় বারের মতো বিয়ের পিড়িতে বসেন। পাত্রী মান্যতা।
 
বিধু বিনোদ চোপড়া : প্রথম সারির প্রযোজকদের মধ্যে অন্যতম বিধু বিনোদ চোপড়া। পারিন্দা, ১৯৪২: এ লাভ স্টোরি, মুন্নাভাই এমবিবিএস, লাগে রাহো মুন্নাভাই, থ্রি ইডিয়েটস, পিকে সহ বলিউডে অনেকগুলো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে ফিল্ম এডিটর রানু সালুজাকে প্রথমে বিয়ে করেন বিধু। সেই সংসার ভাঙার পর বিয়ে করেন সাবনাম সুকদেবকে। তবে টেকেনি তার এই সংসারও। ১৯৯০ সালে তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসে চলচ্চিত্র লেখক-সমালোচক অনুপমা চোপড়ার সঙ্গে জমিয়ে সংসার করছেন তিনি।
আদনান সামী: ১৯৯৩ সালে অভিনেত্রী জেবা বখতিয়ার ও ২০০১ সালে সাবা গালাদেরিকে বিয়ে করেন গায়ক আদনান স্বামী। কিন্তু কোনো সম্পর্কই বেশিদিন স্থায়ী হয়নি। ২০১০ সালে রোয়া ফারয়াবিকে বিয়ে করে সংসার করছেন এই গায়ক।
 
সিদ্ধার্থ রয় কাপুর : বতর্মানে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের সঙ্গে সংসার করছেন ইউটিভি মোশন পিকচার্সের প্রধান নির্বাহী সিদ্ধার্থ রয় কাপুর। তবে এর আগে দুটি বিয়ে করেছিলেন সিদ্ধার্থ কিন্তু কোনোটাই টেকাতে পারেনি তিনি।
 
লাকি আলী : বলিউডের গায়ক ও অভিনেতা লাকি আলী প্রথমে বিয়ে করেছিলেন নিউজিল্যান্ডের জেন ক্যারিকে। লাকি আলীর জনপ্রিয় ‘ও সানম’ মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন জেন। জেনের সঙ্গে সংসার ভাঙার পর লাকি আলী বিয়ে করেন ইনায়াকে। এই সংসার বেশিদিন টেকেনি। ২০১০ সালে তিনি তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন। পাত্রী বিট্রিশ মডেল।
 
কিশোর কুমার : কিশোর কুমার তিন বার না, চার বার বিয়ের পিঁড়িতে বসেছেন। প্রথম বিয়েটা করেন ১৯৫০ সালে রূপা গুহার সঙ্গে। এই সম্পর্কের স্থায়ীত্ব আট বছর। এরপর ১৯৬০ সালে কিশোর কুমার বলিউডের ‘ট্রাজেডি কুইন’ হিসেবে পরিচিত মধুবালার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হোন। কিশোর আর মধুবালার সংসার ছিল নয় বছরের। তারপর অনেকের সঙ্গে এই গায়কের সম্পর্কের নানা কথা ছড়ালেও ১৯৭৬ সালে তৃতীয় বিয়েটা তিনি করেন অভিনেত্রী যোগীতা বালিকে। এই সংসার টিকেছিল দুই বছর। ১৯৮০ সালে বিয়ে করেন লীনা চন্দরকারকে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া