adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিবিআই’র নজরে থেকে হাসিনা বললেন- বাংলাদেশে আমার স্বামী নিরাপদ নন

1432534005Hasinaডেস্ক রিপোর্ট : বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ভারতেরকেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের নজরদারির জালে। শিলংয়ে অবস্থানরত হাসিনা আহমেদের চলাফেরা ও কথাবার্তা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন ভারতীয় এইগোয়েন্দা সংস্থাটি। শিলং পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেছেন, তার স্বামী ‘খুবই অসুস্থ’। তার বাম কিডনি ঠিকমতো কাজ করছে না। বাংলাদেশে তার তার স্বামী ‘নিরাপদ নন’ বলেও মন্তব্য করেছেন হাসিনা আহেমদ।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সাবেক এমপি হাসিনা আহমেদ বলেন, ‘আমার স্বামী বাংলাদেশে নিরাপদ নন। আমি তাকে সেখানে ফেরত নিতে চাই না। তার পরিবর্তে আইন অনুমোদন করলে আমি তাকে সিঙ্গাপুর নিয়ে যেতে চাই যেখানে তিনি বিগত অনেক বছর ধরে কার্ডিয়াক ও কিডনি সমস্যার চিকিৎসা নিচ্ছেন।’
সোমবার পত্রিকাটিতে প্রকাশিত সাক্ষাৎকারে হাসিনা আহমেদ আরো বলেন, ‘আমার স্বামী খুবই অসুস্থ। তার হার্টে ইতোমধ্যেই তিনটি স্টেন্ট পরানো হয়েছে। তার বাম কিডনি ঠিকমতো কাজ করছে না। আমি বলছি না যে তিনি এখানে সুচিকিতসা পাচ্ছে না। কিন্তু সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল তার (রোগের) হিস্ট্রি ভালো জানে এবং গত ২০ বছর তিনি সেখানে চিকিতসা নিয়েছেন। আমি যদি তাকে বাংলাদেশে নিয়ে যাই তবে তার কী হবে আমি জানি না।’
গত ১২ মে শিলং থেকে আটক হন সালাহ উদ্দিন আহমেদ, যিনি ২০ দলীয় জোটের মুখপাত্র হিসেবে সাম্প্রতিক লাগাতার কর্মসূচি ঘোষণা করে আসছিলেন। এর মধ্যেই উত্তরার একটি বাসা থেকে গত ১০ মার্চ নিখোঁজ হন তিনি।
হাসিনা আহেমদ অভিযোগ করেন নিরাপত্তা বাহিনী তার স্বামীকে তুলে নিয়ে যায়। তবে নিরাপত্তা বাহিনী তা অস্বীকার করেছে।
সাক্ষাৎকারে হাসিনা আহমেদ বলেন, ১০ মার্চের পর তার স্বামী কোথায় কি অবস্থায় ছিলেন তা তার জানা নেই।
‘ওই দিনগুলোতে তিনি কোথায় ছিলেন তা আমার জানা নেই।ৃ আমি জানি না তিনি কিভাবে শিলংয়ে এলেন। তবে যাই হোক আমি খুশি যে তিনি এখানে নিরাপদে আছেন এবং তার বেশ যতœ নেয়া হচ্ছে।’
ভারতের ফরেনার্স অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে আটক সালাহ উদ্দিন এখন শিলংয়ের নেইগ্রিমস হাসপাতালে চিকিৎসাধীন। তাকে সারাক্ষণ নজরদারিতে রাখছেন মেঘালয় পুলিশের সশস্ত্র সদস্যরা।
হাসিনা আহমেদের করা জামিন আবেদন শুনানির পর শুক্রবার এখানকার একটি আদালত ২৯ মে পুলিশকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।
সাক্ষাৎকারে হাসিনা আহমেদ আবারো বলেন যে, সালাহ উদ্দিনক যখন তুলে নেয়া হয় তখন সেখানে একটি সরকারি সংস্থার গাড়ি ছিল।
হাসিনা আহমেদ আরো বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর (সাক্ষাত চেয়ে) দু’বার আবেদন করেছিলাম কিন্তু তিনি সময় পাননি। ৃআমি আইজিপির দরজার কড়াও নেড়েছিলাম কিন্তু কোনো সাড়া আসেনি।’
পত্রিকাটি জানায়, গত কয়েক বছরে সালাহউদ্দিনের বিরুদ্ধে ২৪টি মামলা দায়ের করা হয়েছে। ২০১৩ সালে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া