adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জয় দিয়ে পিএসজির মৌসুম শেষ

PSGস্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগে টানা তিনবারের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) মৌসুমের শেষ ম্যাচটিও জিতে নিয়েছে। এডিনসন কাভানির জোড়া গোলের সুবাদে রেইমসকে ৩-২ গোলে হারায় লঁরা ব্লাঁর শিষ্যরা। খেলা শেষ হওয়া মাত্রই শিরোপা উদযাপনে মাতে পিএসজি। এ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেন নি জ্লাতান ইব্রাহিমোভিচ।
প্যারিসে খেলা শুরুর ত্রিশ মিনিটে ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির পাস থেকে পিএসজিকে লিড এনে দেন কাভানি। প্রথমার্ধের শেষ মিনিটে লুকাস মৌরার অ্যাসিস্টে লিড দ্বিগুন করেন তরুণ ফ্রেঞ্চ মিডফিল্ডার আদ্রিয়েন র‌্যাবিয়ট। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে দুই ডিফেন্ডারের নৈপুণ্যে ম্যাচে ফেরে রেইমস। ফ্রাঙ্কো সাগনোরিয়ানের ক্রস থেকে হেডে গোল করেন আইসা মান্ডি। শেষ দিকে ৮৩ মিনিটের মাথায় আর্জেন্টাইন স্ট্রাইকার এজেকুয়েল লাভেজ্জির বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন উরুগুইয়ান তারকা কাভানি।
নির্ধারিত সময়ের এক মিনিট আগে ফ্রেঞ্চ মিডফিল্ডার ওমেনুকু এমফুলুর পাস থেকে পিএসজির জালে বল পাঠান বদলি খেলোয়াড় কাইয়ি। রেফারি শেষ বাঁশি বাজালে পাস্তোরে-কাভানি-লাভেজ্জিরা প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া