adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ লাখ টাকায় দুই তরমুজ

1432360271666আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বাস হবার কথা নয়, শুনলে চোখ কপালে উঠবে। মাত্র দুটি তরমুজের দাম বাংলাদেশি টাকায় ১০ লাখ। ঘটনাটি ঘটেছে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে সাপ্রো সেন্ট্রাল হোলসেল মার্কেটে। আর এই পারিমাণ অর্থ দিয়ে জাপানে ঝকঝকে নিউ ব্রান্ড একটি গাড়িই কিনে ফেলা যায়!
শুক্রবার জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে সাপ্রো সেন্ট্রাল হোলসেল মার্কেটের এক নিলামে ক্রেতাদের দরকষাকষিতে এই দামে বিক্রি হয় তরমুজ দুটি । প্রতি বছরই যখন প্রথম ইউবারি জাতের এই তরমুজ বাজারে ওঠে, তখনই এই নিলাম ডাকা হয়। প্রথম নিলামে উচ্চমূল্য জাপানের বাজারে খুবই প্রচলিত একটি রীতি।

চড়া দামে কিনে বিজয়ী হওয়ার মধ্যে ক্রেতার সুনাম সম্মান আর ব্যক্তিত্ব ফুটে ওঠে। ইউবারি তরমুজ জাপানের মানুষদের কাছে মর্যাদার প্রতীক। বন্ধুবান্ধব ও স্বজনদের জন্য উপহার হিসেবে কেনা হয় এ ফল। বেশ অলঙ্কৃত ও জাঁকজমকপূর্ণ একটা বাক্সে রেখে এ ফল বাজারে বিক্রি করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া