adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে ফিরলো ক্রিকেট – জিম্বাবুয়ের বিরুদ্ধে সহজ জয়

213933.3স্পোর্টস ডেস্ক : ছয় বছর পর পাকিস্তানে ফিরলো আন্তর্জাতিক ক্রিকেট। গোটা পাকিস্তানে যেনো ঈদের আনন্দ বইছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে হার জিত বড় নয়, পাকিস্তানবাসীরা নিজ মাটিতে খেলা দেখতে পারছে সেটাই বড় প্রাপ্তি মনে করছে। 
শুক্রবার জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৫ উইকেটে দারুণ জয়ও পেয়েছে তারা। টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। পাকিস্তানের ইনিংসের শেষ দিকে দ্রুত পাঁচটি উইকেট তুলে নিয়ে আরো একবার ভয় পাইয়ে দেয় তাদের। শেষ পর্যন্ত সব ভয় জয় করে বিজয়ীর বেশে মাঠ ছাড়ে শহীদ আফ্রিদি বাহিনী। 

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বরা। হ্যামিল্টন মাসাকাদজার ২৭ বলে করা ৪৩ ও অধিনায়ক চিগম্বুরার ৩৫ বলে করা ৫৪ রানে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। বল হাতে পাকিস্তানের মোহাম্মদ সামি ৩ উইকেট নেন। ওয়াহাব রিয়াজ নিয়েছেন ২ উইকেট।

১৭৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুক্তার আহমেদ ও শেহজাদ আহমেদ মিলে উদ্বোধনী জুটিতে ১৩ দশমিক ৩ ওভারে ১৪২ রান সংগ্রহ করেন। পাকিস্তানের জয়টা যখন সময়ের ব্যাপার তখনই ঘটে নাটকীয়তা। ১৪২ রানে উইলিয়ামসের বলে আউট হয়ে যান শেহজাদ (৫৪)। ১৪৪ রানের মাথায় সেঞ্চুরির পথে থাকা মুক্তার আহমেদ সাজঘরে ফেরেন (৮৩)। ১৫৭ রানে মোহাম্মদ হাফিজ (১২) আউট হন। ১৬২ রানে ওমর আকমলকে (৪) আউট করেন ভিটোরি। ১৯ দশমিক ২ ওভারের সময় ১৬৯ রানে শোয়েব মালিকও আউট হয়ে গেলে ম্যাচের ভাগ্য সুতোয় ঝুলে যায়। ৪ বলে জয়ের জন্য ৪ রান প্রয়োজন। এমন সময় অধিনায়ক শহীদ আফ্রিদি এসেই বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচ সেরা নির্বাচিত হন মুক্তার আহমেদ।
এ জয়ের ফলে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া