adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহেশখালীতে ৩ যুদ্ধাপরাধী আটক

stickerজামাল জাহেদ কক্সবাজার : কক্সবাজারের মহেশখালী উপজেলায় গোয়েন্দা সংস্থা অভিযান চালিয়ে তালিকাভুক্ত পলাতক প্রথমসারির তিনজন যুদ্ধাপরাধীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,মহেশখালী পৌর এলাকার মৃত লাল দিয়ার পুত্র মো: ওসমান গণি (৬৫), ছোট মহেশখালী ইউনিয়নেরর মৃত আলী মিয়া দালালের পুত্র মো.নুরুল ইসলাম (৬০) ও বড় মহেশখালী মধুয়ার ডেইল এলাকার মৃত মীর আহমদের পুত্র মো: জিন্নাহ (৭০)। 

জানা যায়, জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) একদল সদস্য বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা উপজেলার পৌরসভা,ছোট মহেশখালী ও বড় মহেশখালী ইউনিয়নে অভিযান চালিয়ে যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত পলাতক তালিকাভুক্ত ১৬ জনের মধ্যে উক্ত তিন জনকে গ্রেফতার করে। এদিকে অভিযান পরিচালনার খবর আগাম ফাঁস হয়ে যাওয়ায় অন্যান্যরা পালিয়ে যায় বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক যুদ্ধাপরাধ মামলায় ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। উল্লেখ্য তালিকাভুক্ত ১৬ জন যুদ্ধাপরাধীর মধ্যে গডফাদার মৌলভী জকরিয়া বর্তমানে সৌদিআরবে অবস্থান করছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া