adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন আমরা পারি : ওবায়দুল কাদের

news_img (4)নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্র থেকে সীমান্ত বিজয় করে প্রমাণ করে দিয়েছে যে, আমরা পারি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে যারা অবজ্ঞা করে কথা বলবে তারা ইতিহাসের চালনির ছিদ্র দিয়ে চলে যাবে।’ 

রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রর্ত্যাবর্তন উপলক্ষ্যে ওই সভার আয়োজন করে পেশাজীবী সমন্বয় পরিষদ।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাকে রাস্তায় থাকতে দিন, প্রোগ্রামে ডাকবেন না। আমরা যারা দলের মানুষ, তারা তো দলের কথাই বলবো। বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে একটি গন্ডিতে আবদ্ধ করবেন না।’

৪০ বছরের ইতিহাসে শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বিচক্ষণ রাজনীতিবিদ, দক্ষ প্রশাসক ও সফল কুটনীতিক বলে উল্লেখ করেন তিনি।

আয়োজকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মন্ত্রী আসলে টেলিভিশন আসবে এ কালচার থেকে বেরিয়ে আসুন।’

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তথাকথিত ভাষণ বাদ দিন। প্রচারমুখী হোন। এখন গৎবাধা কথা বললে কেউ শুনবেনা, কারো পেট ও ভরবেনা। কারণ সরকারের অর্জনের তুলনায় প্রচার কম, অপপ্রচার বেশি। যেগুলোর রেকর্ড অর্জন তার প্রচার নেই কিন্তু অপপ্রচার চলছে।’

বিলবোর্ড-পোস্টারে ছবি দিয়ে নেতা হওয়া যায়না উল্লেখ করে তিনি বলেন, ‘বিলবোর্ড পোস্টারের ছবিতে দেখি এক রকম, সামনে আসলে আরেক রকম, চেনা যায়না। যা মানুষ পছন্দ করে না, তা করবেন না। কারণ চেহারায় ভোট আসবেনা, ভোট আসবে কর্মে আচরণে।’

বর্তমান সৌজন্যে পোস্টার আছে, সৌজন্য ব্যানার আছে, সৌজন্যবোধ নেই। রাজনীতিতে সৌজন্যবোধ এখন সোনার হরিণ।

সাবেক বিচারপতি এ এফ এম মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী, ব্যারিস্টার আমিরুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের ইকবাল আর্সেনাল, এটর্নী জেনারেল মাহবুবে আলম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া