adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত নৌ-ট্রানজিট অনুমোদন

Cabinetনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নৌ-ট্রানজিট (প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড) এর খসড়া সংশোধনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভাশেষে সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, চুক্তিটি ভারতের সঙ্গে আগেই ছিল। নতুন করে এই চুক্তি করার ফলে যে পরিবর্তন এসেছে তা হলো চুক্তিটি আগে ছিল তিন বছর মেয়াদী। এখন তা পাঁচ বছর মেয়াদী করা হয়েছে। দুই দেশের কারো আপত্তি না থাকলে চুক্তিটি সয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।
তিনি আরও জানান, চুক্তিতে তৃতীয় পক্ষকে সংযুক্ত রাখা হয়েছে। যা আগের চুক্তিতে ছিল না। বিশেষ করে নেপাল ও ভুটানকে এর অন্তভূক্ত করা হবে। এছাড়া, জাপানে অনুষ্ঠিত তৃতীয় ওয়ার্ল্ড কনফারেন্স অন ডিজাস্টার রিস্ক রিডাকশন-এ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভায় অবহিত করা হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া